কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। বুধবার ২৩ এপ্রিল সকালে উপজেলার প্রস্তাবিত চরবাসরী ডুমজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা উপস্থিত হয়ে বিদ্যালয়ের ৪৪ জন শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ড্রেস তুলে দিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। উপজেলার অবহেলিত আবাসন এলাকায় হত দরিদ্র পিছিয়ে পড়া ছেলেমেয়েদের শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য কাউখালী উপজেলা প্রশাসন ২০২৪ সালে এই বিদ্যালয়টি স্থাপন করেন। বিদ্যালয়টি বর্তমানে দুইজন শিক্ষক রয়েছেন। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট ছাত্র ছাত্রী রয়েছেন ৫০ জন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত উল্লাহ জানান, বিদ্যালয়টিতে ছাত্র ছাত্রীদের উপস্থিতি সন্তোষজনক এবং তাদের লেখাপড়ার আগ্রহ আছে। নতুন পোশাক হাতে পেয়ে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সায়মা ও তৃতীয় শ্রেণীর ছাত্র রোহান হাসিমুখে বলেন আমরা নতুন পোশাকে আমাদের বিদ্যালয় নিয়মিত আসার আগ্রহ বেড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আবাসন এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ করার জন্য এই বিদ্যালয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে। আমাদের পক্ষ থেকে বিদ্যালয়টিতে একটি নতুন ভবন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হইবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান বলেন, আমরা বিদ্যালয়টিতে নিয়মিত মনিটরিং করছি। উক্ত বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সন্তোষজনক।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব শিক্ষা অনুরাগী এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, উক্ত এলাকার আশেপাশে কোন সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই।
উক্ত এলাকায় একটি প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু হওয়ায় এলাকার ছেলেমেয়েরা লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে পেল। আমরা চাই কাউখালীতে শিক্ষার পরিবেশ ফিরে আসুক। এ ব্যাপারে যতটুকু সম্ভব সহযোগিতা করব।