ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ ত্রিশালের আমিরাবাড়ী ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে সমাজের সকল স্বরে বিশিষ্টজনদের নিয়ে ত্রিশাল থানা পুলিশ কতৃক আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার।
ত্রিশাল থানা কতৃক আয়োজিত পুলিশ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, (এসপি) ত্রিশাল সার্কেল) অরিত সরকার, ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, উপজেলা ইসলামি আন্দোলন সভাপতি ইব্রাহিম খলিল উল্লাহ, উপজেলা ইত্তেফাকুল ওলামা, সভাপতি : মাওলানা এখলাস উদ্দিন, উপজেলা খেলাফত মজলিস সভাপতি, মাওলানা আবু তাহের, বাংলাদেশ জামাত ইসলামির ১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন শাখার আমীর মাওলানা সারোয়ার হোসেন ফকির, আমিরাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল খালেক ফরাজী, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, এস এম সাইদুল রহমান খোকা,
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম আরিফ, অনুষ্ঠিন সঞ্চালনা করেন ত্রিশাল থানা পুলিশের এস আই মোস্তফা রুবেল প্রমূখ।