ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনাপোল সীমান্তে অভিযানে ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি ব্রাহ্মণপাড়ায় চান্দলা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত।  বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হনুমান উদ্ধার, চকরিয়া সাফারি পার্কে অবমুক্ত  চীনের উপহার স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবি সাইদুর রহমান বাচ্চুর ৩৯৪ বোতল বিদেশী মদসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। হত্যা, ডাকাতি, বিস্ফোরক, অস্ত্র, মাদক সহ মোট ০৯ টি মামলার আসামি সোহাগকে গ্রেফতার করেছে র‌্যাব কালিহাতীতে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত আমরা আওয়ামী লীগের ডেথ সার্টিফিকেট চাই, রাবি সমন্বয়ক সালাউদ্দিন আম্মার যশোরের শার্শায় মুগ্ধতা ছড়াচ্ছে হরিনাপোতা গ্রামের সোনামুখি বিলের গোলাপি রঙের পদ্মফুল। অপহরণ মামলার আসামী সিয়ামগাজীপুরে র‌্যাব কর্তৃক গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।

তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,

তৃতীয় ও চতুর্থ শ্রেণির অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে সারাদেশ থেকে আগত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা স্বল্প বেতনে অস্থায়ী ভিত্তিতে কাজ করলেও, তাদের চাকরি স্থায়ীকরণ কিংবা ন্যায্য অধিকার আদায়ে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে তারা সামাজিক নিরাপত্তা, পেনশন, ছুটিসহ অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ তৃতীয় ও চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মচারীগন তাদের চাকুরী রাজস্বখাতে হস্তান্তরের জন্য ১দফা দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

স্বপন নামের এক কর্মচারী বললে দেশে দশ হাজার কর্মচারী বছরের পর বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করলেও তাদের চাকরির স্থায়িত্ব নেই। এটি একটি বড় সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য। আমাদের দাবি খুবই যৌক্তিক—চাকরি জাতীয়করণ করতে হবে।”

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী সরকারি মাদ্রাসা – ই-আলিয়া ঢাকার কর্মচারী আব্দুল মজিদ জানান ,আমরা সরকারি কলেজের সকলেই যে দপ্তরে চাকুরী করছি সেখানে আমরা সরকারি দায়িত্ব পালন করছি। বিভিন্ন কলেজ জাতীয়করণ/ সরকারিকরণ করা হলেও আমাদের বিষয়টি মানবিক বিবেচনা করা হচ্ছে না। আমাদের বিষয়ে কোন সরকারই এখনও পর্যন্ত কোন দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “চাকরি জাতীয়করণ চাই”, “অস্থায়ী নয়, স্থায়ী নিয়োগ চাই”, “শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করো” ইত্যাদি স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, 
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে বিপুল সংখ্যক তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী অস্থায়ীভাবে কর্মরত রয়েছেন, যাদের একটি বড় অংশ চাকরির স্থায়ীকরণের অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

বেনাপোল সীমান্তে অভিযানে ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি

তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক,

তৃতীয় ও চতুর্থ শ্রেণির অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে সারাদেশ থেকে আগত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা স্বল্প বেতনে অস্থায়ী ভিত্তিতে কাজ করলেও, তাদের চাকরি স্থায়ীকরণ কিংবা ন্যায্য অধিকার আদায়ে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে তারা সামাজিক নিরাপত্তা, পেনশন, ছুটিসহ অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ তৃতীয় ও চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মচারীগন তাদের চাকুরী রাজস্বখাতে হস্তান্তরের জন্য ১দফা দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

স্বপন নামের এক কর্মচারী বললে দেশে দশ হাজার কর্মচারী বছরের পর বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করলেও তাদের চাকরির স্থায়িত্ব নেই। এটি একটি বড় সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য। আমাদের দাবি খুবই যৌক্তিক—চাকরি জাতীয়করণ করতে হবে।”

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী সরকারি মাদ্রাসা – ই-আলিয়া ঢাকার কর্মচারী আব্দুল মজিদ জানান ,আমরা সরকারি কলেজের সকলেই যে দপ্তরে চাকুরী করছি সেখানে আমরা সরকারি দায়িত্ব পালন করছি। বিভিন্ন কলেজ জাতীয়করণ/ সরকারিকরণ করা হলেও আমাদের বিষয়টি মানবিক বিবেচনা করা হচ্ছে না। আমাদের বিষয়ে কোন সরকারই এখনও পর্যন্ত কোন দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “চাকরি জাতীয়করণ চাই”, “অস্থায়ী নয়, স্থায়ী নিয়োগ চাই”, “শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করো” ইত্যাদি স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, 
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে বিপুল সংখ্যক তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী অস্থায়ীভাবে কর্মরত রয়েছেন, যাদের একটি বড় অংশ চাকরির স্থায়ীকরণের অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।