ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন জগন্নাথপুরবাসী। তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য ও স্লোগানের প্রতিবাদে মহানগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামিলীগ নেতা লোকমান বিএনপি নাম ভাঙ্গিয়ে পায়দা লোটার চেষ্টা  রাজশাহী নগরীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মজিবর রহমান মজু’কে চাইছে ভালুকাবাসী  রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা জুলাই শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশালে চাঁদাবাজি সহ একাধিক মামলা ! তদন্তে পুলিশ গৃহ ছারছেন সাংবাদিক 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেটবাসীর প্রতি জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিনের শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেটবাসীর প্রতি জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিনের শুভেচ্ছা 

 

নিজস্ব প্রতিবেদক : সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা গড়ে তোলাই পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা – মোহাম্মদ সেলিম উদ্দিন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা গড়ে তোলাই পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা।”

তিনি বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত দিন। আল্লাহর নির্দেশ পালনের জন্য হযরত ইব্রাহিম (আ.) যেভাবে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন, তা এক নিদর্শনীয় আত্মত্যাগের আদর্শ। মুসলিম উম্মাহ সেই ঐতিহাসিক ঘটনার অনুসরণেই আজও এই দিনটি কুরবানির মাধ্যমে পালন করে থাকে।

সেলিম উদ্দিন বলেন, ঈদুল আযহার মূল শিক্ষা হলো—আল্লাহর প্রতি নিখাদ আনুগত্য, ত্যাগের মনোভাব, আত্মসংযম ও আত্মশুদ্ধির চর্চা। কুরবানির পশুর গোশত বা রক্ত নয়, আল্লাহর কাছে পৌঁছে কেবল মানুষের তাকওয়া বা আল্লাহভীতি—এ কথাটি কোরআনের সুরা হজ্জের ৩৭ নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, ঈদুল আযহার এই ত্যাগ ও তাকওয়ার শিক্ষাকে হৃদয়ে ধারণ করে ব্যক্তিগত ও জাতীয় জীবনে সত্য, ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল প্রকার অন্যায়-অনাচার, হিংসা-বিদ্বেষ, জুলুম-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে ঈদের শিক্ষাকে কাজে লাগাতে হবে।

সেলিম উদ্দিন বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশের স্বৈরাচারী ও ফ্যাসীবাদী শক্তির পতন ঘটলেও এখনো পূর্ণ বিজয় আসেনি। বরং পরাজিত শক্তির উত্তরসূরিরা নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নস্যাৎ করতে চায়। দ্রব্যমূল্য ও অর্থনৈতিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো তা জনগণের জন্য স্বস্তিদায়ক নয়। অতীতে অপরাধ করে পার পেয়ে যাওয়া ও সুশাসনের অভাবের কারণেই আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে যেন জনগণের মনে স্বস্তি ফিরে আসে।

তিনি দাবি করেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। বিদ্যমান কাঠামোয় কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। তাই ন্যায়ভিত্তিক নির্বাচন নিশ্চিত করতে হবে উপযুক্ত সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করেই। সেলিম উদ্দিন বলেন, এসব অন্যায়ের অবসান ও জাতির স্বাভাবিক গতিপথে ফিরে আসার জন্য রাষ্ট্রের কাঠামোতে ব্যাপক সংস্কার প্রয়োজন।

বিবৃতির শেষে তিনি বলেন, উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশন কর্তৃক জামায়াতে ইসলামীর দলীয় নিবন্ধন এবং প্রতীক ‘দাঁড়িপাল্লা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।

এসময় তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী, বিশেষ করে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। ঈদ মোবারক!

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেটবাসীর প্রতি জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিনের শুভেচ্ছা 

আপডেট সময় ১১:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক : সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা গড়ে তোলাই পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা – মোহাম্মদ সেলিম উদ্দিন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা গড়ে তোলাই পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা।”

তিনি বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত দিন। আল্লাহর নির্দেশ পালনের জন্য হযরত ইব্রাহিম (আ.) যেভাবে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন, তা এক নিদর্শনীয় আত্মত্যাগের আদর্শ। মুসলিম উম্মাহ সেই ঐতিহাসিক ঘটনার অনুসরণেই আজও এই দিনটি কুরবানির মাধ্যমে পালন করে থাকে।

সেলিম উদ্দিন বলেন, ঈদুল আযহার মূল শিক্ষা হলো—আল্লাহর প্রতি নিখাদ আনুগত্য, ত্যাগের মনোভাব, আত্মসংযম ও আত্মশুদ্ধির চর্চা। কুরবানির পশুর গোশত বা রক্ত নয়, আল্লাহর কাছে পৌঁছে কেবল মানুষের তাকওয়া বা আল্লাহভীতি—এ কথাটি কোরআনের সুরা হজ্জের ৩৭ নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, ঈদুল আযহার এই ত্যাগ ও তাকওয়ার শিক্ষাকে হৃদয়ে ধারণ করে ব্যক্তিগত ও জাতীয় জীবনে সত্য, ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল প্রকার অন্যায়-অনাচার, হিংসা-বিদ্বেষ, জুলুম-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে ঈদের শিক্ষাকে কাজে লাগাতে হবে।

সেলিম উদ্দিন বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশের স্বৈরাচারী ও ফ্যাসীবাদী শক্তির পতন ঘটলেও এখনো পূর্ণ বিজয় আসেনি। বরং পরাজিত শক্তির উত্তরসূরিরা নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নস্যাৎ করতে চায়। দ্রব্যমূল্য ও অর্থনৈতিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো তা জনগণের জন্য স্বস্তিদায়ক নয়। অতীতে অপরাধ করে পার পেয়ে যাওয়া ও সুশাসনের অভাবের কারণেই আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে যেন জনগণের মনে স্বস্তি ফিরে আসে।

তিনি দাবি করেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। বিদ্যমান কাঠামোয় কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। তাই ন্যায়ভিত্তিক নির্বাচন নিশ্চিত করতে হবে উপযুক্ত সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করেই। সেলিম উদ্দিন বলেন, এসব অন্যায়ের অবসান ও জাতির স্বাভাবিক গতিপথে ফিরে আসার জন্য রাষ্ট্রের কাঠামোতে ব্যাপক সংস্কার প্রয়োজন।

বিবৃতির শেষে তিনি বলেন, উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশন কর্তৃক জামায়াতে ইসলামীর দলীয় নিবন্ধন এবং প্রতীক ‘দাঁড়িপাল্লা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।

এসময় তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী, বিশেষ করে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। ঈদ মোবারক!