মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাঙ্গাবালী থানা পুলিশ, বিএনপি ও অঙ্গ সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষ কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতা ও চিত্রাঙ্গণ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।