ঢাকা , শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনিক পদে নিয়োগকে কেন্দ্র করে ইবির উপাচার্য কার্যালয়ে হট্টগোল রাঙ্গাবালীতে সংরক্ষিত বনে মহিষ চুরির অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আড়াই বছরের সন্তান রেখে মায়ের আত্মহত্যা। ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার ০১ জন আসামিকে আটক করেছে র‌্যাব। সাতকানিয়ায় গতকাল রাতে ২জন হত্যা একটি পরিকল্পিত নৃশংস হত্যাকান্ড চিকিৎসকদের সম্মানে এনডিএফ-এর ইফতার মাহফিলে ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর -ডা. শফিকুর রহমান। ধনবাড়ীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ গৌরীপুরে নকল জুস কারখানায় অভিযান, মালিককে কারা ও অর্থদণ্ড, কারখানা সীলগালা ট্রিপল মার্ডার মামলায় আরও ০১ জন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদস্য বানারীপাড়ার দুই মেধাবী সন্তান

সবুজ গাছে উঁকি দিচ্ছে সোনালি শীষ, রঙিন স্বপ্নে বিভোর কৃষক।

সবুজ গাছে উঁকি দিচ্ছে সোনালি শীষ, রঙিন স্বপ্নে বিভোর কৃষক।

 

মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার খোলা মাঠে দিগন্তজুড়ে দুলছে কৃষকের রক্তপানি করা ক্লান্তিমাখা জীবনের স্বপ্ন, সবুজে ঘেরা সোনালি ধানের শীষ। প্রতিটি ধান খেতে ধানের শীষ উঁকি দিচ্ছে।

ইতিমধ্যে ধানের সবুজ চারা এবং কাঁচা শীষ হলুদ বর্ণ ধারণ করতে শুরু করেছে। এরপর সোনালী ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ। রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষাণ-কৃষাণীর শূন্য গোলা। আর তাইতো এই রুপা আমন ধানকে ঘিরেই স্বপ্ন দেখছেন কৃষকরা।

আর কয়েকদিন পরেই ঘরে উঠবে পাকা ধান। এখন ধুধু চোখে নজর কাড়ছে আমন ধানের ক্ষেত। মাঠের চারিদিকে সবুজের ভিরে সোনালি রংয়ের সমারোহ।

গত বছরের চেয়ে এ বছর আমন ধানে কৃষকের কাঙ্খিত স্বপ্নের এ ক্ষেতে আশাতীত ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বিভিন্ন প্রকার দুর্যোগ পোকা মাকড়ের উপদ্রপে একাধিকবার দিতে হয়েছে কীটনাশক, বেড়ে গেছে উৎপাদনের খরচ।

শনিবার (২৬ অক্টোবর) সরেজমিনে উপজেলার পৌরসভা ও ছয়টি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, সোনালী ধানের শীষে সকালে কুয়াশার টগবগে বিচরণ দুপুরে সূর্যের সোনালি রোদ যেন খেলায় মেতেছে। কৃষাণ-কৃষাণিদের মনে বইছে আনন্দ আর মুখভরা হাসি।

সিদলা ইউনিয়নের কৃষক খলিল মিয়া বলেন, গত বছরের তুলনায় এবারে ধান ক্ষেতে পোকা-মাকড়ের উপদ্রপ বেশি ছিল। এতে কীটনাশক দিতে হয়েছে চারবার। তারপরও আশানুরূপ ফলন ঘরে তোলা সম্ভব বলেও জানান তিনি।

গোবিন্দপুর ইউনিয়নের জগদল এলাকার কৃষক সামিম জানান, এবার গত বছরের চেয়ে বিঘায় দুই হাজার টাকা বেশি খরচ হবে। তবে ধানের বাজার চড়া থাকায় লাভবান হবার স্বপ্ন দেখছেন কৃষক।

স্থনীয় কৃষি অফিসের তথ্যমতে, এবছর হোসেনপুরে ৮হাজার, চার শত ৭৬ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।

 

 

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনিক পদে নিয়োগকে কেন্দ্র করে ইবির উপাচার্য কার্যালয়ে হট্টগোল

সবুজ গাছে উঁকি দিচ্ছে সোনালি শীষ, রঙিন স্বপ্নে বিভোর কৃষক।

আপডেট সময় ১০:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

 

মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার খোলা মাঠে দিগন্তজুড়ে দুলছে কৃষকের রক্তপানি করা ক্লান্তিমাখা জীবনের স্বপ্ন, সবুজে ঘেরা সোনালি ধানের শীষ। প্রতিটি ধান খেতে ধানের শীষ উঁকি দিচ্ছে।

ইতিমধ্যে ধানের সবুজ চারা এবং কাঁচা শীষ হলুদ বর্ণ ধারণ করতে শুরু করেছে। এরপর সোনালী ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ। রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষাণ-কৃষাণীর শূন্য গোলা। আর তাইতো এই রুপা আমন ধানকে ঘিরেই স্বপ্ন দেখছেন কৃষকরা।

আর কয়েকদিন পরেই ঘরে উঠবে পাকা ধান। এখন ধুধু চোখে নজর কাড়ছে আমন ধানের ক্ষেত। মাঠের চারিদিকে সবুজের ভিরে সোনালি রংয়ের সমারোহ।

গত বছরের চেয়ে এ বছর আমন ধানে কৃষকের কাঙ্খিত স্বপ্নের এ ক্ষেতে আশাতীত ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বিভিন্ন প্রকার দুর্যোগ পোকা মাকড়ের উপদ্রপে একাধিকবার দিতে হয়েছে কীটনাশক, বেড়ে গেছে উৎপাদনের খরচ।

শনিবার (২৬ অক্টোবর) সরেজমিনে উপজেলার পৌরসভা ও ছয়টি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, সোনালী ধানের শীষে সকালে কুয়াশার টগবগে বিচরণ দুপুরে সূর্যের সোনালি রোদ যেন খেলায় মেতেছে। কৃষাণ-কৃষাণিদের মনে বইছে আনন্দ আর মুখভরা হাসি।

সিদলা ইউনিয়নের কৃষক খলিল মিয়া বলেন, গত বছরের তুলনায় এবারে ধান ক্ষেতে পোকা-মাকড়ের উপদ্রপ বেশি ছিল। এতে কীটনাশক দিতে হয়েছে চারবার। তারপরও আশানুরূপ ফলন ঘরে তোলা সম্ভব বলেও জানান তিনি।

গোবিন্দপুর ইউনিয়নের জগদল এলাকার কৃষক সামিম জানান, এবার গত বছরের চেয়ে বিঘায় দুই হাজার টাকা বেশি খরচ হবে। তবে ধানের বাজার চড়া থাকায় লাভবান হবার স্বপ্ন দেখছেন কৃষক।

স্থনীয় কৃষি অফিসের তথ্যমতে, এবছর হোসেনপুরে ৮হাজার, চার শত ৭৬ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।