ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে, দায় বহন করতে হবে ৩০-৪০ বছর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নিম্ন চাপের প্রভাবে মঠবাড়িয়ায় পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত।   কটিয়াদীতে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে শপথ গ্রহণ।  ফুলবাড়ীতে জুলাই পুনর্জাগরনে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠিত। লাকসাম আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে থানা নিয়ে এসেছে। “প্রিয় সলঙ্গার গল্প”র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বিপুল পরিমান ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব। ছাত্র- জনতা বিরোধী স্লোগানদাতা এখন পটুয়াখালীর সিভিল সার্জন ও নিয়োগ বোর্ডের সদস্য সচিব  নওগাঁর সাপাহারে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ।  জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ রাজস্থলীতে অনুষ্ঠিত। 

কালীগঞ্জে অটোচালনা শিখতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

কালীগঞ্জে অটোচালনা শিখতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর- গাজীপুরের কালীগঞ্জে অটোচালনা শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনার শিকার হয়ে সৌরভ (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকালে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্ব দাউদপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সৌরভ অটোচালনা শেখার জন্য বঙ্গবন্ধু বাজারের দক্ষিণ পাশে জনৈক আশরাফের বালুর গদির সামনে রাস্তায় গাড়ি চালাচ্ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং মারাত্মক আহত হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
পরবর্তীতে সৌরভের মরদেহ আবারও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় এবং খবর দেওয়া হয় কালীগঞ্জ থানা পুলিশকে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ হাসপাতাল উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে, দায় বহন করতে হবে ৩০-৪০ বছর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

কালীগঞ্জে অটোচালনা শিখতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৫:০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর- গাজীপুরের কালীগঞ্জে অটোচালনা শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনার শিকার হয়ে সৌরভ (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকালে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্ব দাউদপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সৌরভ অটোচালনা শেখার জন্য বঙ্গবন্ধু বাজারের দক্ষিণ পাশে জনৈক আশরাফের বালুর গদির সামনে রাস্তায় গাড়ি চালাচ্ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং মারাত্মক আহত হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
পরবর্তীতে সৌরভের মরদেহ আবারও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় এবং খবর দেওয়া হয় কালীগঞ্জ থানা পুলিশকে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ হাসপাতাল উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।