ঢাকা , বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ‘হারপি’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত অতীতের মতো বস্তাপঁচা নির্বাচন মেনে নেবে না জামায়াত বিপুল পরিমান গাঁজাসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।  কাজিহাল ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরনের উদ্বোধন মধ্যপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ীঘর ভাংচুর প্রতিপক্ষের হামলায় নারী পুরুষসহ ৬ ব্যক্তি আহত বড়পুকুরিয়া কয়লা খনির ২৭৬ জন কর্মচারী স্থায়ী নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বোচ্চ হারাচ্ছে হাজারো পরিবার।  কুড়িগ্রামের উলিপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ স্থায়ী নিয়োগের দাবীতে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ। রাজশাহীতে নাবিল গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে চাঁদাবাজির আধিপত্য নিয়ে দুপক্ষের গোলাগুলি

চট্টগ্রামে চাঁদাবাজির আধিপত্য নিয়ে দুপক্ষের গোলাগুলি

এম মনির চৌধুরী রানা- চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে দুই দল যুবকের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মৌলভী পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান, মৌলভী পুকুরপাড় এলাকায় ‘সন্ত্রাসী’ ইসমাইল হোসেন ওরফে টেম্পো ও শহীদুল ইসলামের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কেউ গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এক প্রশ্নের উত্তরে আমিরুল ইসলাম বলেন, কত রাউন্ড গুলি হয়েছে, তা এখন বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত দুই পক্ষকে গ্রেপ্তার ও ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি উদ্ধারে অভিযান চলছে। ইসমাইলের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, মাদক মামলাসহ ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শহীদুলের বিরুদ্ধেও রয়েছে ১৬টি মামলা।

স্থানীয় বাসিন্দারা জানান, ইসমাইল হোসেন ও শহীদুল ইসলাম ওরফে বুইশ্যা দুজনই পেশাদার চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দলনেতা হিসেবে এলাকায় পরিচিত। দুজনই সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পায়। জেল থেকে বেরিয়ে আবার অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এলাকায় চাঁদাবাজির দখল নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে দুই গ্রুপের সদস্যরা।

পুলিশ জানায়, ইসমাইল চান্দগাঁও থানার ফরিদাপাড়ার মোহাম্মদ ইউসুফের ছেলে। ২০২৩ সালের ১ ডিসেম্বর চান্দগাঁও এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হয় সন্ত্রাসী ইসমাইল হোসেন টেম্পু। পরে জামিনে মুক্তি পায়। পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসী একসময় বাবার সঙ্গে টেম্পু চালাত। এ কারণে পরিচিতি পায় টেম্পু হিসেবে। টেম্পু বাহিনী নামে রয়েছে তার বিশাল সন্ত্রাসী দল।

এদিকে, গত বছরের ৯ নভেম্বর নগরীর চান্দগাঁও থানার পাশেই ওয়াসিফ মোটরস নামে একটি দোকানে চাঁদা না পেয়ে সহযোগীদের নিয়ে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছিনতাইকারী শহিদুল ইসলাম বুইশ্যা। ভুক্তভোগী দোকানি মারুফ থানায় কোনো অভিযোগ না দিলেও গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে ‘হারপি’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে চাঁদাবাজির আধিপত্য নিয়ে দুপক্ষের গোলাগুলি

আপডেট সময় ১২:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

এম মনির চৌধুরী রানা- চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে দুই দল যুবকের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মৌলভী পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান, মৌলভী পুকুরপাড় এলাকায় ‘সন্ত্রাসী’ ইসমাইল হোসেন ওরফে টেম্পো ও শহীদুল ইসলামের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কেউ গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এক প্রশ্নের উত্তরে আমিরুল ইসলাম বলেন, কত রাউন্ড গুলি হয়েছে, তা এখন বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত দুই পক্ষকে গ্রেপ্তার ও ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি উদ্ধারে অভিযান চলছে। ইসমাইলের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, মাদক মামলাসহ ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শহীদুলের বিরুদ্ধেও রয়েছে ১৬টি মামলা।

স্থানীয় বাসিন্দারা জানান, ইসমাইল হোসেন ও শহীদুল ইসলাম ওরফে বুইশ্যা দুজনই পেশাদার চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দলনেতা হিসেবে এলাকায় পরিচিত। দুজনই সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পায়। জেল থেকে বেরিয়ে আবার অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এলাকায় চাঁদাবাজির দখল নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে দুই গ্রুপের সদস্যরা।

পুলিশ জানায়, ইসমাইল চান্দগাঁও থানার ফরিদাপাড়ার মোহাম্মদ ইউসুফের ছেলে। ২০২৩ সালের ১ ডিসেম্বর চান্দগাঁও এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হয় সন্ত্রাসী ইসমাইল হোসেন টেম্পু। পরে জামিনে মুক্তি পায়। পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসী একসময় বাবার সঙ্গে টেম্পু চালাত। এ কারণে পরিচিতি পায় টেম্পু হিসেবে। টেম্পু বাহিনী নামে রয়েছে তার বিশাল সন্ত্রাসী দল।

এদিকে, গত বছরের ৯ নভেম্বর নগরীর চান্দগাঁও থানার পাশেই ওয়াসিফ মোটরস নামে একটি দোকানে চাঁদা না পেয়ে সহযোগীদের নিয়ে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছিনতাইকারী শহিদুল ইসলাম বুইশ্যা। ভুক্তভোগী দোকানি মারুফ থানায় কোনো অভিযোগ না দিলেও গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।