ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উল্লাপাড়ায় ঘোনা কুচিয়ামারা কলেজ অধ্যক্ষের পদ নিয়ে মারপিটের অভিযোগ কুবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ছাত্রশিবির, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুথান শীর্ষক সেমিনার : প্রতাশা ও প্রাপ্তির ১ বছর প্রোগ্রাম অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থানে শহিদের স্মরণে দোয়া মাহফিল গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল  ভিত্তিহীন অপপ্রচার আর নৈরাজ্য শহীদের রক্তের সাথে বেইমানির শামিল : মিফতাহ্ সিদ্দিকী। বদরগঞ্জে ভাড়ারদহ বিল ও পাটোয়া কামড়ি বিল পরিদর্শণ করলেন দু’ উপদেষ্টা মাধবপুরে আওয়ামীলীগ নেতা সন্তোষ মুন্ডার হামলার শিকার যথাযোগ্য মর্যাদায় বাকৃবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত সলঙ্গায় জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত   

নলছিটিতে আবাসিক এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, ঝুঁকির প্রতিবাদে মানববন্ধন।

নলছিটিতে আবাসিক এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, ঝুঁকির প্রতিবাদে মানববন্ধন।

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামে উচ্চ ভোল্টেজের (৩৩,০০০) বিদ্যুৎ সঞ্চালন লাইন আবাসিক এলাকার উপর দিয়ে স্থাপনের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় ফেরিঘাট সংলগ্ন পুরাতন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, অপসোনিন ফার্মা লিমিটেড তাদের বর্ধিত ফ্যাক্টরির সুবিধার্থে বিদ্যুৎ বিভাগের সহায়তায় ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর প্রভাব খাটিয়ে ব্যক্তিস্বার্থে এই সঞ্চালন লাইনটি দপদপিয়া আবাসিক এলাকার মধ্য দিয়ে স্থানান্তর করছে।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে সঞ্চালন লাইনটি ফেরিঘাট এলাকা হয়ে অন্য পথে ছিল। কিন্তু নতুন ফ্যাক্টরি সম্প্রসারণের অংশে পড়ে যাওয়ায় খয়রাবাদ নদীর উপর দিয়ে তা ঘুরিয়ে গ্রামবাসীর বসতবাড়ির উপর দিয়ে নেয়া হচ্ছে, যা জীবন ঝুঁকিপূর্ণ ও অবৈধ।

স্থানীয় বাসিন্দা রিমন খান জানান, “আমরা আদালতে স্থগিতাদেশ চেয়ে মামলা করেছি। সেনা ক্যাম্পেও অভিযোগ দিয়েছি। তারপরও কাজ বন্ধ হচ্ছে না। এই লাইন হাজারো মানুষের জীবনে হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আরেক বাসিন্দা মোঃ প্রান্ত খান বলেন, “ভূমিদস্যু মামুন মেকার অপসোনিনের সহযোগী হয়ে এমপি আমুর ছত্রছায়ায় এই অনিয়ম চালিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পরও তার অপরাধ বন্ধ হয়নি। বরং অপসোনিনকে সুবিধা দিতে গিয়ে পুরো গ্রামবাসীকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।

এসময় এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় বিদ্যুৎ বিভাগ এসব অনিয়ম করছে। প্রতিবাদকারী কয়েকজনকে মামুন মেকার ও সরোয়ার নামের ব্যক্তিরা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে।

এ ঘটনায় দপদপিয়া এলাকার সর্বস্তরের জনগণ বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও উচ্চ ভোল্টেজের ঝুঁকিপূর্ণ সঞ্চালন লাইন প্রত্যাহারের দাবি জানান, এবং দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মোঃ সোহেল রানা বলেন, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব।

ঝুঁকিপূর্ন সঞ্চালন প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় ঘোনা কুচিয়ামারা কলেজ অধ্যক্ষের পদ নিয়ে মারপিটের অভিযোগ

নলছিটিতে আবাসিক এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, ঝুঁকির প্রতিবাদে মানববন্ধন।

আপডেট সময় ০৪:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামে উচ্চ ভোল্টেজের (৩৩,০০০) বিদ্যুৎ সঞ্চালন লাইন আবাসিক এলাকার উপর দিয়ে স্থাপনের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় ফেরিঘাট সংলগ্ন পুরাতন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, অপসোনিন ফার্মা লিমিটেড তাদের বর্ধিত ফ্যাক্টরির সুবিধার্থে বিদ্যুৎ বিভাগের সহায়তায় ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর প্রভাব খাটিয়ে ব্যক্তিস্বার্থে এই সঞ্চালন লাইনটি দপদপিয়া আবাসিক এলাকার মধ্য দিয়ে স্থানান্তর করছে।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে সঞ্চালন লাইনটি ফেরিঘাট এলাকা হয়ে অন্য পথে ছিল। কিন্তু নতুন ফ্যাক্টরি সম্প্রসারণের অংশে পড়ে যাওয়ায় খয়রাবাদ নদীর উপর দিয়ে তা ঘুরিয়ে গ্রামবাসীর বসতবাড়ির উপর দিয়ে নেয়া হচ্ছে, যা জীবন ঝুঁকিপূর্ণ ও অবৈধ।

স্থানীয় বাসিন্দা রিমন খান জানান, “আমরা আদালতে স্থগিতাদেশ চেয়ে মামলা করেছি। সেনা ক্যাম্পেও অভিযোগ দিয়েছি। তারপরও কাজ বন্ধ হচ্ছে না। এই লাইন হাজারো মানুষের জীবনে হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আরেক বাসিন্দা মোঃ প্রান্ত খান বলেন, “ভূমিদস্যু মামুন মেকার অপসোনিনের সহযোগী হয়ে এমপি আমুর ছত্রছায়ায় এই অনিয়ম চালিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পরও তার অপরাধ বন্ধ হয়নি। বরং অপসোনিনকে সুবিধা দিতে গিয়ে পুরো গ্রামবাসীকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।

এসময় এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় বিদ্যুৎ বিভাগ এসব অনিয়ম করছে। প্রতিবাদকারী কয়েকজনকে মামুন মেকার ও সরোয়ার নামের ব্যক্তিরা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে।

এ ঘটনায় দপদপিয়া এলাকার সর্বস্তরের জনগণ বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও উচ্চ ভোল্টেজের ঝুঁকিপূর্ণ সঞ্চালন লাইন প্রত্যাহারের দাবি জানান, এবং দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মোঃ সোহেল রানা বলেন, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব।

ঝুঁকিপূর্ন সঞ্চালন প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন।