নিজস্ব প্রতিবেদক
হত্যা মামলার আসামী রুম্মান হাওলাদার (২৬) র্যাব-১০ কর্তৃক রাজধানীর আজিমপুর হতে গ্রেফতার।
গত ২৫/০৩/২০২৫ ইং তারিখ রাত অনুমান ০২.১৫ ঘটিকার সময় ভিকটিম আবুল বাশার রুবেল হাওলাদার ও আবু সালেহ হাওলাদার এর সহিত জমি-জমা ও বালুর ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শ্ত্রুতার জেরে ভিকটিম’দ্বয়ের পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন নয়াখালী গ্রামস্থ নিজ বসত বাড়িতে আসামী রুম্মান হাওলাদার (২৬)’সহ অপরাপর আসামীগণ উপস্থিত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম আবুল বাশার রুবেল হাওলাদার’কে এলোপাথাড়ি কুপিয়ে তার ডান পায়ের পাতা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিম আবুল বাশার রুবেল হাওলাদার এর ডাকচিৎকারে ভিকটিম আবু সালেহ হাওলাদার এগিয়ে আসলে তাকেও এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
ভিকটিম’দ্বয়ের বোন আফসানা মিমি (২৬) জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ সংবাদ দিয়ে থানা পুলিশের সহায়তায় ভিকটিম’দ্বয়কে ভান্ডারিয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে ভিকটিম আবু সালেহ হাওলাদার মৃত্যুবরণ করে ও ভিকটিম আবুল বাশার রুবেল হাওলাদার চিকিৎসার জন্য ভর্তি হয়।
উক্ত ঘটনায় আফসানা মিমি (২৬) বাদী হয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত হত্যা মামলার সাথে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০২/০৭/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.৪০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মামলা নং- ১৮, তারিখ- ২৫/০৩/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/৩৮০/৫০৬/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর এজাহারনামীয় পলাতক আসামী রুম্মান হাওলাদার (২৬), পিতা- আলী আকবর, সাং- মাটিভাঙ্গা, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।