নিজস্ব প্রতিবেদকঃ সিলেট এর মোগলাবাজার থানা এলাকার কিশোর ধর্ষণ মামলার আসামী জালাল উদ্দিন’কে গ্রেফতার করেছে র্যাব- ৯।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও যে, কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ১৮ মে ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ১৯:৪০ ঘটিকায় এসএমপি, সিলেট এর মোগলাবাজার থানাধীন আলমপুর আবাসিক এলাকার বাগান বাড়ী সংলগ্ন আসামীর বসতঘরে অভিযান পরিচালনা করে এসএমপি, সিলেট এর মোগলাবাজার থানার এফআইআর নং-৮/৯৫ তারিখ- ২১/০৭/২৪ খ্রিঃ, ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) তৎসহ ৩২৮ পেনাল কোড ১৮৬০; এর মূলে সিলেট এর মোগলাবাজার থানা এলাকার কিশোর ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- জালাল উদ্দিন ফুল মিয়া (৫২), পিতা- মৃত আতাউর রহমান @আতাই মিয়া, সাং- আলামপুর, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি, সিলেট এর মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।