মোঃ সেরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম সদস্য সচিব মো: মাহিন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে সিরাজগঞ্জের বেলকুচি-চৌহালীবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেছেন।
দপ্তরে উপস্থিত থাকা পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানকে সিরাজগঞ্জের বেলকুচি এবং চৌহালীতে নদীভাঙন রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য আহব্বান জানান, এবং পরবর্তী অর্থবছরে বেলকুচি-চৌহালীর নদীভাঙন রোধে স্থায়ী বাঁধের কাজ শুরুর ব্যাপারে সচিবকে অবহিত করেন।
টি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব হলে অনেক মানুষের উপকার হবে বলে জানান তিনি। এছাড়াও ডাইং শিল্পকারখানার ব্যাপারে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ইকোনোমিক জোনের দায়িত্বপ্রাপ্তদের কথা বলেন। আজ বিকালে এই স্মারকলিপি প্রদান করা হয়।