নিজস্ব প্রতিবেদক : যশোরের চাঞ্চল্যকর ধর্ষণের আসামি বাপ্পী’কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর ও র্যাব-১, গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায় যে, অভিযুক্ত মোঃ বাপ্পি’ হোসেন এর ভিকটিমের বাড়িতে পূর্ব থেকেই আসা-যাওয়া ছিল। এরই সুযোগে আসামি ১৬/০৪/২০২৫ তারিখ, রাতে ভিকটিমকে কৌশলে ডেকে ঘরের দরজা খুলতে বলে এবং ভিকটিম দরজা খোলার সাথে সাথে ভিকটিমের মুখ চেপে ধরে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন পূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে আসামি আত্মগোপন করে। বিষয়টি র্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পেরে পলাতক আসামিকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।