ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে উদযাপিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুরের আসামীদের বহিস্কার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত  পাবনার ফরিদপুর ডেমরা বাউল শিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান বিমানবন্দরে ভীড় না করার আহবান সিলেট বিভাগ বিএনপির চট্টগ্রাম থেকে অস্ত্রগুলো নোয়াখালী নেওয়া হচ্ছিল, পুলিশের চেকপোস্টে আটক। নওগাঁর বদলগাছীতে গভীর রাতে মামির শয়ন ঘরে ভাগিনা মামির সাথে ভাগিনার পরকিয়া, আপত্তিকর অবস্থায় ধরা! সাংবাদিক ইব্রাহিম ভূঁইয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সন্ধানী লাইফ ইনস্যুরেন্স হবিগঞ্জ সদর শাখায় ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।  হিজলায় মাছঘাটে হামলা লুটপাটের অভিযোগ। গৌরনদীর ডাঃ রায়হান হত্যা মামলার আসামীর বিচারের দাবিতে মানবাধিকার সংগঠনে অভিযোগ

শিশুটির কি অপরাধ 

শিশুটির কি অপরাধ 

 

রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 

বড়দের বিবাদের জেরে মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে ইটের টুকরো দিয়ে মারধর। এতে শিশুটির কপালে নিচের অংশ থেথলে যায়।শিশুটির মা পলি রানি বাধা দিলে তাকেও বেদম মারধর করেন অভিযুক্তরা। এতে তিনি কানেও আঘাত পান। পরে আহত শিশুটিকে তার বাবা দ্রুত মোটরসাইকেল যোগে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। চিকিৎসক তাকে কপালের নিচের অংশে দুটি সেলাই দেন। পাশাপাশি পলি রানিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখার পরামর্শ দেন। এমন অমানবিক ঘটনা ঘটেছে গত ২৭ এপ্রিল সোমবার সকালে রংপুরে বদরগঞ্জে গোপিনাথপুর ইউনিয়ন কামারপাড়া গ্রামে।

 

এ ঘটনায় রবি মহন্ত থানায় সুবল মিন্ত কে প্রধান করে ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও ভুক্তভোগী রবি মহন্ত পরিবার এখনো সুস্থ বিচার পায়নি।

 

থানায় লিখিত অভিযোগ ও ঘটনাস্থলে সরজমিন যেয়ে জানা যায়, রবি মহন্ত ও সুবল মহন্ত আপন ভাই। রবি মহন্ত বাড়ির সামনের পাশে সুবল মহন্ত জমি রয়েছে।ঘটনার দিনে সুবল মহন্ত জমির পাশে নেট জাল দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষ বিবাদে জড়িয়ে পড়ে।পরে বিবাদে যোগ দেন সুবল মহন্তের স্ত্রী রুমা মহন্ত ও তার ছেলে লিপন মহন্ত, মেয়ে পূর্ণিমা মহন্ত।এক পর্যায়ে রবি মহন্ত ছেলের বড় পলি মহন্ত কোলে করে তার সন্তান পৃথ্বিরাজ মহন্ত নিয়ে এগিয়ে আসলে মা ও ছেলেকে সুবল মহন্ত ও তার পরিবারের লোকজন মারধরে করেন।এতে মা ও ছেলে আহত হয়।

 

অভিযোগ অস্বীকার করে সুবল মহন্ত বলেন, আমার জমিতে আমি নেট জাল দিতে গেলে আমার ভাই রবি মহন্ত ও তার ছেলে পবিত্র মহন্ত আমাকে মারধর করেন।

বদরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই বেলাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি।বাদী বিবাদী আপন ভাই। বিষয় টি আমি তদন্ত করে সমাধানের চেষ্টা করছি।

 

 

 

 

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে উদযাপিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

শিশুটির কি অপরাধ 

আপডেট সময় ০৮:৫৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

 

রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 

বড়দের বিবাদের জেরে মায়ের কোলে থাকা দুই বছরের শিশুকে ইটের টুকরো দিয়ে মারধর। এতে শিশুটির কপালে নিচের অংশ থেথলে যায়।শিশুটির মা পলি রানি বাধা দিলে তাকেও বেদম মারধর করেন অভিযুক্তরা। এতে তিনি কানেও আঘাত পান। পরে আহত শিশুটিকে তার বাবা দ্রুত মোটরসাইকেল যোগে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। চিকিৎসক তাকে কপালের নিচের অংশে দুটি সেলাই দেন। পাশাপাশি পলি রানিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখার পরামর্শ দেন। এমন অমানবিক ঘটনা ঘটেছে গত ২৭ এপ্রিল সোমবার সকালে রংপুরে বদরগঞ্জে গোপিনাথপুর ইউনিয়ন কামারপাড়া গ্রামে।

 

এ ঘটনায় রবি মহন্ত থানায় সুবল মিন্ত কে প্রধান করে ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও ভুক্তভোগী রবি মহন্ত পরিবার এখনো সুস্থ বিচার পায়নি।

 

থানায় লিখিত অভিযোগ ও ঘটনাস্থলে সরজমিন যেয়ে জানা যায়, রবি মহন্ত ও সুবল মহন্ত আপন ভাই। রবি মহন্ত বাড়ির সামনের পাশে সুবল মহন্ত জমি রয়েছে।ঘটনার দিনে সুবল মহন্ত জমির পাশে নেট জাল দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষ বিবাদে জড়িয়ে পড়ে।পরে বিবাদে যোগ দেন সুবল মহন্তের স্ত্রী রুমা মহন্ত ও তার ছেলে লিপন মহন্ত, মেয়ে পূর্ণিমা মহন্ত।এক পর্যায়ে রবি মহন্ত ছেলের বড় পলি মহন্ত কোলে করে তার সন্তান পৃথ্বিরাজ মহন্ত নিয়ে এগিয়ে আসলে মা ও ছেলেকে সুবল মহন্ত ও তার পরিবারের লোকজন মারধরে করেন।এতে মা ও ছেলে আহত হয়।

 

অভিযোগ অস্বীকার করে সুবল মহন্ত বলেন, আমার জমিতে আমি নেট জাল দিতে গেলে আমার ভাই রবি মহন্ত ও তার ছেলে পবিত্র মহন্ত আমাকে মারধর করেন।

বদরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই বেলাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি।বাদী বিবাদী আপন ভাই। বিষয় টি আমি তদন্ত করে সমাধানের চেষ্টা করছি।