নিজস্ব প্রতিবেদক : কেরাণীগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবী, লক্ষ্মীপুর হতে র্যাব কর্তৃক ০২ জন আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।
গত ২৭/০৪/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকার সময় ভিকটিম আরাফাত (১৯) ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগরস্থ হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্স দোকানে কাজ করার জন্য বের হয়।
একই তারিখ বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকার সময় ভিকটিমকে কে বা কারা দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর ছোট মসজিদের সামনে হতে অপহরণ করে মোবাইলে তার পরিবারের নিকট অজ্ঞাতনামা ব্যক্তি বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা মুক্তিপণ দাবী করে।
ভিকটিমের মামা মো: গোলাম সাবের (৪৬) ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন, এবং উক্ত বিষয়ে পরবর্তীতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং- ৬৬, তারিখ- ৩০/০৪/২০২৫ খ্রি., ধারা- ৩৬৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।
উক্ত বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ভিকটিম উদ্ধার ও অপহরণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৯/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ১৮.১৫ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১১ এর সহযোগীতায় লক্ষ্মীপুর জেলার কমলনগর থানাধীন চরজগবন্ধু গ্রামস্থ মাতব্বরহাট বেড়িবাধ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে অপহরণে জড়িত আসামী ১। মোঃ আফসার হুসাইন (২২), পিতা- মৃত আ: শহীদ, সাং- দক্ষিণ চরফলকন, থানা- কমলনগর, জেলা- লক্ষ্মীপুর ও ২। মোঃ নুর আলম (২১), পিতা- মো: আবেদ আলী, সাং- মেসনীরপাড়, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম’কে গ্রেফতার করে এবং তাদের দেওয়া তথ্য মতে ভিকটিম আরাফাত (১৯)’কে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।