কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী কেন্দ্রীয় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির ও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু।
নির্বাচিত সভাপতি ও সহ-সভাপতি বলেন, আমরা কাউখালীতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনব। প্রতিটি প্রতিষ্ঠানের অভিভাবকদের নিয়ে মাঝে মাঝে সচেতনতামূলক সভা করে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করব ইনশাল্লাহ।