শিল্পী আক্তার, ঢাকা : রাজধানীর গুলশানে অটোরিকশা চালকরা আন্দোলনে নেমেছে। তাদের বক্তব্য হলো গুলশানে অটোরিকশা চলতে দিতে হবে। অটোরিকশা চলতে না পারলে প্যাডেল চালিত রিকশাও চলতে পারবে না!
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তারা ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে। আবার রাস্তায় শুয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। রাস্তা অবরোধ করায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
আন্দোলনে নামা অটোরিকশা চালকরা বলেন, গুলশানে শুধু সোসাইটির নাম্বার ওয়ালা রিকশা চলতে দিচ্ছে। সোসাইটির নাম্বার ওয়ালা একটা রিকশা নামাতে চার পাঁচ লাখ টাকা লাগে। তাদের দাবি অটোরিকশা সব জায়গায় চলতে দিতে হবে। নয়তো কোনো রিকশাই তারা চলতে দিবে না।
উল্লেখ্য, গতকাল শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঘোষণা দেয় আজ শনিবার থেকে গুলশানে ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না। তার প্রতিবাদে ব্যাটারিচালিত রিকশা চালকরা আন্দোলনে নেমেছে।
তবে এ বিষয়ে রিপোর্টটি প্রকাশ হওয়ার আগে পুলিশের বক্তব্য নেওয়া হয়নি।