রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত আহবায়ক কমিটিতে বরিশালের বানারীপাড়া উপজেলার দুই মেধাবী সন্তান মো.মিরাজ হোসেন যুগ্ম আহবায়ক ও মো. আবু আনসার সদস্য হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। মেধাবী এ ছাত্রনেতাদের গ্রামের বাড়ি বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে। এদের মধ্যে মো. মিরাজ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে মাস্টার্সে ও আবু আনসার ইতিহাস বিভাগের অনার্স শেষবর্ষে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী।
প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৪৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং সামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়েছে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটিতে মো. মিরাজ হোসেন যুগ্ম আহবায়ক ও মো. আবু আনসার সদস্য হওয়ায় বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তাদের উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।