ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত  মুলাদীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান ভালুকায় সানরাইজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ।         শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে, দায় বহন করতে হবে ৩০-৪০ বছর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নিম্ন চাপের প্রভাবে মঠবাড়িয়ায় পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত।   কটিয়াদীতে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে শপথ গ্রহণ।  ফুলবাড়ীতে জুলাই পুনর্জাগরনে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠিত। লাকসাম আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে থানা নিয়ে এসেছে। “প্রিয় সলঙ্গার গল্প”র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বিপুল পরিমান ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব।

কুবির স্কিল ডেভলপমেন্ট ক্লাবের আয়োজনে ‘স্পিকআপ’ সেশন অনুষ্ঠিত।  

কুবির স্কিল ডেভলপমেন্ট ক্লাবের আয়োজনে ‘স্পিকআপ’ সেশন অনুষ্ঠিত।  

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্কিল ডেভলপমেন্ট ক্লাব (এসডিসি) এর উদ্যোগে আয়োজিত ‘স্পিকআপ’ শিরোনামের এক বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৫ জুলাই) এই আয়োজনটি করা হয়। এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে দাবি আয়োজকদের।
আয়োজকদের তথ্যমতে, একটি একান্ত পর্যায়ের শেখার প্ল্যাটফর্ম হিসেবে স্পিকআপ সেশনটি আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সরাসরি প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। মূলত পাবলিক স্পিকিং, এনকরিং এবং প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে সাজানো হয় ১০টি মডিউলের সেশন, যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছেন।

এই সেশনে অংশগ্রহণকারীদের মধ্যে এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিকস প্রদান করা হয়, 
যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হতে সহায়তা করবে।
স্কিল ডেভলপমেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক হাসিন মাহাতাব মাহিন বলেন, পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন দক্ষতা একজন শিক্ষার্থীর একাডেমিক ও পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কিল ডেভেলপমেন্ট ক্লাব আয়োজিত সাম্প্রতিক সেশনে এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করা হয়।

তিনি আরও বলেন, 
এই সেশনটি ছিল শিক্ষার্থীদের জন্য একটি ফলপ্রসূ ও অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা। আমি বিশ্বাস করি, স্কিল ডেভেলপমেন্ট ক্লাব ভবিষ্যতেও এ ধরনের কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে, যা শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের সামগ্রিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এসডিসি ভবিষ্যতে আরও কার্যকর ও বৈচিত্র্যময় ইভেন্ট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে।
আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত 

কুবির স্কিল ডেভলপমেন্ট ক্লাবের আয়োজনে ‘স্পিকআপ’ সেশন অনুষ্ঠিত।  

আপডেট সময় ০৫:৪১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্কিল ডেভলপমেন্ট ক্লাব (এসডিসি) এর উদ্যোগে আয়োজিত ‘স্পিকআপ’ শিরোনামের এক বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৫ জুলাই) এই আয়োজনটি করা হয়। এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে দাবি আয়োজকদের।
আয়োজকদের তথ্যমতে, একটি একান্ত পর্যায়ের শেখার প্ল্যাটফর্ম হিসেবে স্পিকআপ সেশনটি আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সরাসরি প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। মূলত পাবলিক স্পিকিং, এনকরিং এবং প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে সাজানো হয় ১০টি মডিউলের সেশন, যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছেন।

এই সেশনে অংশগ্রহণকারীদের মধ্যে এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিকস প্রদান করা হয়, 
যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হতে সহায়তা করবে।
স্কিল ডেভলপমেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক হাসিন মাহাতাব মাহিন বলেন, পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন দক্ষতা একজন শিক্ষার্থীর একাডেমিক ও পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কিল ডেভেলপমেন্ট ক্লাব আয়োজিত সাম্প্রতিক সেশনে এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করা হয়।

তিনি আরও বলেন, 
এই সেশনটি ছিল শিক্ষার্থীদের জন্য একটি ফলপ্রসূ ও অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা। আমি বিশ্বাস করি, স্কিল ডেভেলপমেন্ট ক্লাব ভবিষ্যতেও এ ধরনের কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে, যা শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের সামগ্রিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এসডিসি ভবিষ্যতে আরও কার্যকর ও বৈচিত্র্যময় ইভেন্ট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে।