নাদিম হায়দার, বিশেষ প্রতিনিধি : দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। এসময় তিনি ৩০০ আসনের মধ্যে প্রথম ধাপে দলের ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও আহ্বায়ক মো.জাহিদুর রহমান।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, মো.জাহিদুর রহমান একজন তরুণ ও সংগ্রামী নেতা, যিনি দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ জেলায় গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ, রাজনৈতিক প্রজ্ঞা এবং স্বচ্ছ ভাবমূর্তির কারণে তাকে এই আসনে প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।
নূরুল হক নূর বলেন, আমরা এমন প্রার্থীদের নির্বাচন করছি যারা রাজনীতিকে পেশা নয়, জনগণের সেবা হিসেবে দেখেন। মুন্সিগঞ্জ-১ আসনে জাহিদুর রহমান সেই রকম একজন প্রতিনিধি, যিনি জনগণের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।”
তিনি আরও জানান, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পর্যায়ক্রমে অন্যান্য আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এবং নির্বাচনী ইশতেহারও প্রস্তুত করা হচ্ছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণঅধিকার পরিষদের প্রথম ধাপের প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে ৩০০ আসনের তালিকা ঘোষণা করা হবে। দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এ তালিকা ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের সিনিয়র নেতারা।