মুলাদী প্রতিনিধিঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করার দাবীতে মুলাদীতে মানববন্ধন করেছে সকল কিন্ডারগার্টেন এর শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মুলাদী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যেরঠাই নাই, প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন ? প্রাথমিক শিক্ষা উপদেষ্টা জবাব চাই।
এছাড়াও বক্তব্যে শিক্ষক বৃন্দ বলেন, সংবিধানের ১৭ অনুচ্ছেদে শিক্ষা সকল শিশুর মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত, তাই শিক্ষা ও মুল্যায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভিত্তিতে কোনো প্রকার বৈষম্য গ্রহনযোগ্য নয়, বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল সমুহও জাতীয় শিক্ষাক্রম ও সরকারী বইয়ের আলোকে পাঠদান করে থাকে, এই বৈষম্য শিশুদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষা ক্ষেত্রে বিভাজন সৃষ্টি করবে, এই বঞ্চনা অভিভাবক, শিক্ষাক এবং শিক্ষার্থীদের মনে অসন্তোষ ও উদ্বেগ সৃষ্টি করছে, যা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি স্বরুপ।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, মুলাদী আলরাজী ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ আব্দুল আহাদ ভুইয়ান, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির সহ বিভিন্ন কিন্ডারগার্টেন এর শিক্ষক ও শিক্ষার্থী বৃন্ধ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবরে স্বারক লিপি প্রদান করা হয়।