আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক।
মাদারীপুরের কালকিনিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ বছরের মূল প্রতিপাদ্য বিষয় ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন।
সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাইফ-উল আরেফিন।
সভায় তারুণ্যের ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ, শিক্ষার্থীদের সঠিকভাবে পড়ালেখায় মনোনিবেশ এবং নিরাপদ জীবন গড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস.কে.এম ডাঃ শিবলী রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, আইসিটি কর্মকর্তা আশরাফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ।