নিজস্ব প্রতিবেদক- র্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর জেলার বিরল থানা এলাকা হতে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদকব্যবসায়ী গ্রেফতার।
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুলাই ২০২৫ তারিখ সময় রাত ০৩.৩০ ঘটিকায় দিনাজপুর জেলার বিরল থানাধীন ০৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর বড় হিন্দু পাড়া গ্রামস্থ জনৈক জাহাঙ্গীর এর বসত বাড়ীর দক্ষিন পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে আসামীদ্বয়ের সঙ্গে থাকা ০২ টি সবুজ রংয়ের বস্তার মধ্যে রক্ষিত মোট (১০০+৯৮)= ১৯৮ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।
ঘটনার সহিত জড়িত ধৃত আসামী ১। মোঃ জাহাঙ্গীর আলম(৪৮), পিতা- মৃত মকবুল হোসেন, ২। শ্রী ফাগু চন্দ্র বর্মণ(৪২), পিতা- মৃত মহিনী চন্দ্র বর্মণ, উভয় সাং- ধর্মপুর বড় হিন্দু পাড়া, থানা- বিরল, জেলা- দিনাজপুর’দ্বয়কে ঘটনাস্থল হতে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।