মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ৩জন আওয়ামী লীগ কর্মীসহ ১৮জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আওয়ামী লীগ কর্মীরা হলো: সুজন (৪৫), সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর এলাকার খোরশেদের ছেলে, সুবাস (২৮), সে একই এলাকার সুরুজের ছেলে ও মোঃ মাহিবুল মমিন সনেট (২৭), সে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ওচিন্ডপুর এলাকার মোঃ মমিনুল ইসলামের ছেলে। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐ ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩জনকে গ্রেফতার হয়েছে।
এছাড়াও নগর পুলিশ অভিযান চালিয়ে ১৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।