রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ৮ দিন ব্যাপী রথযাত্রা শেষ হয়ে ফিরতি যাত্রায় ব্যাপক উৎসব উদযাপিত হলো। শনিবার ৫ জুলাই সেনাবাহিনী কঠোর নিরাপত্তায় রথের ফিরতি যাত্রাটি পৌরশহরে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে নিজ বাসগৃহে জগন্নাথে ফিরে গেলেন।
এসময় রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড হতে ৩৪ ইষ্ট বেংগলের ক্যাপ্টেন রাকিবুল ও ক্যাপ্টেন তাসকিন নির্দেশে রথের ফিরতি যাত্রায় নিরাপত্তার পরিচালনা করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার রাজেকুল ইসলাম। পৌরশহরে বিভিন্ন সড়কে দেখা গেছে যানযটের সুশৃঙ্খল পরিবেশ। কোথাও কোন যানজটের লেশ নেই।
হিন্দু সম্প্রদায় ও বিভিন্ন সাংবাদিকদের উদ্দেশ্যে সেনা কমান্ডার ক্যাপ্টেন তাসকিন ও ক্যাপ্টেন রাকিবুল বলেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন এবার হিন্দুদের মন্দির গুলো ও রথ যাত্রা নিরাপত্তার সাথে যাহাতে পালন করতে পারে সেনাবাহিনী ২৪ ঘন্টা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। মন্দির ও এর আশেপাশের এলাকায় ২৪ ঘন্টা সেনাবাহিনী ও পুলিশের মাধ্যমে যৌথ টহল পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, তারাগঞ্জ ক্যাম্প হতে বদরগঞ্জ ও তারাগঞ্জের স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও রথ যাত্রায় স্বস্থি দিতে এবং সার্বক্ষণিক নজরদারির সুবিধার্থে বদরগঞ্জ ও তারাগঞ্জে স্থায়ী পোস্ট স্থাপন করে ষ্ট্যান্ডিং পেট্রোল করানো হয়েছে যা চলমান থাকবে।
ক্যাম্প কমান্ডার আরো বলেন, স্বার্বক্ষনিক নজরদারির জন্যে বদরগঞ্জ ও তারাগঞ্জ বাজার এবং গুরুত্বপূর্ণ এলাকা ক্যাম্প হতে ২৪ ঘন্টা মনিটরিং করার জন্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তিনি আরো বলেন, স্থানীয় দের সাথে যোগাযোগ উন্নতির লক্ষ্যে ক্যাম্প হতে নিয়মিত পেট্রোল এর মাধ্যমে স্থানীয় বাজার, থানা-পুলিশ, সাংবাদিক, সাধারণ মানুষ, গন্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ উন্নতির লক্ষ্যে ক্যাম্পে অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে যেখানে সকলেই আপনারা সমস্যা জানাতে পারেন।
ক্যাম্প কমান্ডার বলেন,
রথ যাত্রা খুব সুন্দর ভাবে যেমন হয়েছে। তেমনি এই দুই থানার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বর্তমান এর সকল কার্যক্রম চলমান থাকবে।পাশাপাশি তিনি বলেন, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক নির্বিঘ্ন ও নিরাপদ করতে সেনাবাহিনীর রিজার্ভ সৈন্য প্রস্তুত রহেছে। যেকোন হুমকি আসলে সেনাবাহিনী তা শক্ত হাতে গুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত রছেছে।
তিনি সাংবাদিক ও স্থানীয় জনতাকে বলেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন এই থানা দুইটিতে যাহাতে অপরাধীরা অবাধে তাদের কার্যক্রম না করতে পারে সে জন্যে পুলিশ, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ দের সহায়তায় নিয়মিত মাদক নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করা হচ্ছে।
হিন্দুদের রথ যাত্রার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্প কমান্ডার বলেন দুই থানার ওসিদের কে প্রয়োজনে করণীয় সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও ক্যাম্প কমান্ডার বলেন পুলিশ, স্থানীয় সাধারণ মানুষ ও সাংবাদিক আপনারা যারা যেখানেই আছেন যার যার অবস্থান হতে যেকোন দুর্ঘটনা মোকাবেলায় সেনাবাহিনী কে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।
তিনি বলেন, সেনাবাহিনী তার কাজ করেই ছাড়বে। জন-নিরাপত্তার জন্য হুমকি এমন যে কোন কাজ যেই হউক সেনাবাহিনী কঠোর হস্তে দমন করবে।