মোঃ মোহন মিয়া
স্টাফ রিপোর্টার
পঞ্চগড় জেলার বোদা উপজেলার সীমান্তবর্তী ঘোরামারা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ট্রাক্টরসহ এক ব্যক্তিকে আটক করেছে ৫৬ বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, ২ জুলাই বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ৫৬ বিজিবি’র মালকাডাঙ্গা বিওপির অধীন দুটি টহল দল (নিয়মিত ও বিশেষ) সীমান্ত পিলার ৭৭৫/১৭-এস থেকে প্রায় ৫০ গজ অভ্যন্তরে বেরুবাড়ী মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও মোঃ ফরহাদ হোসেন (পিতা- মোঃ রবিউল ইসলাম), গ্রাম ও ডাকঘর-বোগদুঝোলা, থানা-বোদা, জেলা-পঞ্চগড়কে একটি বালু ভর্তি ট্রাক্টরসহ আটক করা হয়।
পরে আইনগত ব্যবস্থার অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি), বোদা এসএম ফুয়াদের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়। আদালত ওই চালককে ৫০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আটক ট্রাক্টরটি নিলাম না হওয়া পর্যন্ত মালকাডাঙ্গা বিওপির হেফাজতে থাকবে বলে জানানো হয়।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সূত্রে আরও জানানো হয়, সীমান্তে শুধু চোরাচালান নয়, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের আইন-শৃঙ্খলা ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।