ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন জগন্নাথপুরবাসী। তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য ও স্লোগানের প্রতিবাদে মহানগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামিলীগ নেতা লোকমান বিএনপি নাম ভাঙ্গিয়ে পায়দা লোটার চেষ্টা  রাজশাহী নগরীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মজিবর রহমান মজু’কে চাইছে ভালুকাবাসী  রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা জুলাই শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশালে চাঁদাবাজি সহ একাধিক মামলা ! তদন্তে পুলিশ গৃহ ছারছেন সাংবাদিক 

কটিয়াদীতে ৫শত বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত

কটিয়াদীতে ৫শত বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত

এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতালে ২৭ জুন শুক্রবার সনাতন ধর্মের প্রথম পর্বের রথযাত্রা অনুষ্ঠিত বিকেল ৩ ঘটিকায়। ৯ দিন ব্যাপী এই উৎসব উল্টো রথের মাধ্যমে শেষ হয়ে ৫ই জুলাই শনিবার। হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা গোপীনাথ জীউর বিশেষ বাহন রথে চড়ে তার বোন, সুভদ্রা দেবী স্বামীর বাড়ি থেকে পিত্রালয়ে নায়রে নিয়ে যাওয়ার জন্য সুভদ্রার ভাই বলরাম, গোপীনাথ জিউর বাড়িতে আসেন।

৯ দিন পর উল্টোরথে চড়ে সুভদ্রাকে নিয়ে আসবেন তার স্বামীর বাড়িতে। সনাতন ধর্মাবলম্বীদের এই বিশ্বাস থেকেই কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫শত বছর যাবত পালিত হয়ে আসছে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতালে ঈঁসাখাঁ ও রাজা নবরঙ্গ রায়ের স্মৃতি বিজড়িত ৫ শত বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপিনাথ জিউর মন্দির কথিত আছে গোপীনাথ জিউর রথের গোড়াপত্তন হয় রাজা নব রঙ্গ রায়ের আমলে। পরবর্তীতে এই মন্দিরে ২ শত একর জমি দান করেন ঈঁসাখাঁ।

তবে মন্দিরের গোড়াপত্তন কে করেছিলেএ ব্যাপারে কোন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। রথযাত্রা উপলক্ষে কটিয়াদী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গনে হাজার হাজার ভক্ত ও ধর্মপ্রাণ লোকের মিলন মেলায় পরিণত হয়। বিভিন্ন ধর্মালম্বী মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে মন্দিরের আশপাশ এলাকা। মন্দির এলাকায় লোকজ মেলা, ফলমূল ও বিভিন্ন জাতের পাখির পসরা বসে। উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আচার- আচরনাদি শেষে হিন্দু রমণীদের অবিরাম উলুধ্বনির মাধ্যমে বিশাল আকৃতির রথের চূড়ায় স্থাপন করা হয় শ্রী শ্রী গোপীনাথ, বলরামও সুভদ্রার মূর্তি। রথের চাকার সাথে বাঁধা হয় পাটের মোটা রশি।

হাজার হাজার ভক্তবৃন্দ সামনে থেকে বিকেল পাঁচটায় এই মোটা রশি টানের মধ্য দিয়ে রথ টানা শুরু করবেন। বিশাল আকৃতির কৃত্রিম ঘোড়া টানা বাহন, যাত্রা শুরু করে সুভদ্রার পিত্রালয়ের দিকে। সে সময় এলাকায় হাজারো মহিলার কন্ঠে উলুদ্বনী খূল -কর্তাল ঢাক -ঢোল ও ব্যান্ডের তালে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। মন্দিরের নিজস্ব সড়ক দিয়ে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে বিরাট আকৃতির এই রথটি এক সময় পৌঁছে যায় সুভদ্রার পিত্রালেয়ে।

কটয়িাদী উপজলো পূজা উৎসব কমিটির সভাপতি স্বপন কুমার সাহা বলেন, ্য়ঁড়ঃ;রথ যাত্রার এই উৎসব মূলত হিন্দু ধর্মালম্বিদের অনুষ্ঠান হলেও এলাকায় ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ রথযাত্রা উপভোগ করেন। প্রায় পাঁচশত বছরের পুরনো এই রথযাত্রা কিশোরগঞ্জ জেলাবাসীর কাছে বরাবরই সার্বজনীন উৎসব হয়ে ওঠে ্য়ঁড়ঃ;।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচাজ তরিকুল ইসলাম বলেন, এ রথযাত্রা উপলক্ষে সা¤প্রদায়িক- স¤প্রীতি ও শান্তি- শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কটিয়াদীতে ৫শত বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতালে ২৭ জুন শুক্রবার সনাতন ধর্মের প্রথম পর্বের রথযাত্রা অনুষ্ঠিত বিকেল ৩ ঘটিকায়। ৯ দিন ব্যাপী এই উৎসব উল্টো রথের মাধ্যমে শেষ হয়ে ৫ই জুলাই শনিবার। হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা গোপীনাথ জীউর বিশেষ বাহন রথে চড়ে তার বোন, সুভদ্রা দেবী স্বামীর বাড়ি থেকে পিত্রালয়ে নায়রে নিয়ে যাওয়ার জন্য সুভদ্রার ভাই বলরাম, গোপীনাথ জিউর বাড়িতে আসেন।

৯ দিন পর উল্টোরথে চড়ে সুভদ্রাকে নিয়ে আসবেন তার স্বামীর বাড়িতে। সনাতন ধর্মাবলম্বীদের এই বিশ্বাস থেকেই কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫শত বছর যাবত পালিত হয়ে আসছে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতালে ঈঁসাখাঁ ও রাজা নবরঙ্গ রায়ের স্মৃতি বিজড়িত ৫ শত বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপিনাথ জিউর মন্দির কথিত আছে গোপীনাথ জিউর রথের গোড়াপত্তন হয় রাজা নব রঙ্গ রায়ের আমলে। পরবর্তীতে এই মন্দিরে ২ শত একর জমি দান করেন ঈঁসাখাঁ।

তবে মন্দিরের গোড়াপত্তন কে করেছিলেএ ব্যাপারে কোন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। রথযাত্রা উপলক্ষে কটিয়াদী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গনে হাজার হাজার ভক্ত ও ধর্মপ্রাণ লোকের মিলন মেলায় পরিণত হয়। বিভিন্ন ধর্মালম্বী মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে মন্দিরের আশপাশ এলাকা। মন্দির এলাকায় লোকজ মেলা, ফলমূল ও বিভিন্ন জাতের পাখির পসরা বসে। উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আচার- আচরনাদি শেষে হিন্দু রমণীদের অবিরাম উলুধ্বনির মাধ্যমে বিশাল আকৃতির রথের চূড়ায় স্থাপন করা হয় শ্রী শ্রী গোপীনাথ, বলরামও সুভদ্রার মূর্তি। রথের চাকার সাথে বাঁধা হয় পাটের মোটা রশি।

হাজার হাজার ভক্তবৃন্দ সামনে থেকে বিকেল পাঁচটায় এই মোটা রশি টানের মধ্য দিয়ে রথ টানা শুরু করবেন। বিশাল আকৃতির কৃত্রিম ঘোড়া টানা বাহন, যাত্রা শুরু করে সুভদ্রার পিত্রালয়ের দিকে। সে সময় এলাকায় হাজারো মহিলার কন্ঠে উলুদ্বনী খূল -কর্তাল ঢাক -ঢোল ও ব্যান্ডের তালে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। মন্দিরের নিজস্ব সড়ক দিয়ে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে বিরাট আকৃতির এই রথটি এক সময় পৌঁছে যায় সুভদ্রার পিত্রালেয়ে।

কটয়িাদী উপজলো পূজা উৎসব কমিটির সভাপতি স্বপন কুমার সাহা বলেন, ্য়ঁড়ঃ;রথ যাত্রার এই উৎসব মূলত হিন্দু ধর্মালম্বিদের অনুষ্ঠান হলেও এলাকায় ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ রথযাত্রা উপভোগ করেন। প্রায় পাঁচশত বছরের পুরনো এই রথযাত্রা কিশোরগঞ্জ জেলাবাসীর কাছে বরাবরই সার্বজনীন উৎসব হয়ে ওঠে ্য়ঁড়ঃ;।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচাজ তরিকুল ইসলাম বলেন, এ রথযাত্রা উপলক্ষে সা¤প্রদায়িক- স¤প্রীতি ও শান্তি- শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে।