কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে গবাদিপশুর লামফ্রী স্ক্রিন ডিজিজ রোগে গবাদি পশু মারা যাচ্ছে। খামারী ও ব্যবসায়ী ও ব্যাক্তি মালিকানা পর্যায়ে গবাদি পশু পালন করছেন, তারা এখন দূরচিন্তায় রয়েছেন।
জানা গেছে, এ উপজেলায় গত দুই সপ্তাহ ধরে লামফ্রি স্কীন ডিজিস ভাইরাস রোগে আক্রান্ত হয়ে প্রায় শতাধিক গবাদি পশু মারা যায় এবং প্রায় ২ হাজারের মতো গবাদি পশু এ রোগে আক্রান্ত হবার খরব পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার শিয়ালকাঠী এলাকার গবাদি পশুর ব্যবসায়ী মাসুম বিল্লাহ জানায় এ রোগ হলে গরুর জ্বর, মুখে, পায়ে, পেটেসহ বিভিন্ন জায়গায় ক্ষত দেখা যায়।
খামারী মালিক মোহাম্মদ লোকমান জানায়, তার ৭/৮ টি গরুর মধ্যে ৩ টি গরু এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখমুখি রয়েছে। উপজেলার জোলাগাতী গ্রামের মিরাজ খন্দকার ও মাহাবুব দর্জি জানান তাদের দুইটি গরু দীর্ঘদিন চিকিৎসার করেও বাঁচানো সম্ভব হয়নি।
এব্যাপারে উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শিশির রায় জানান, এ রোগে এ উপজেলার অনেক গবাদি পশু মারা যাবার খবর পাওয়া গেছে এবং অনেক গবাদি পশু