ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদকে সামনে রেখে ব্যস্ত লৌহ কারখানাগুলো নান্দাইলে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন-ইউএনও সারমিনা সাত্তার ঈশ্বরগঞ্জে-সড়ক দুর্ঘটনায় নিহত-৩ আহত-৬ পবিত্র ঈদ উল আযহা-২০২৫ উপলক্ষে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত পুঠিয়ায় বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী রনি গ্রেফতার  তানোরে মন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা ময়মনসিংহ বিভাগের বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ সন্তোষজনক – খাদ্য উপদেষ্টা  আলিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এমফিল পিএইচডির সুযোগ পাচ্ছে ইআবিতে। ঘোনায় কালীমন্দিরে অগ্নিকান্ডর ঘটনা ঘটে  বনপাড়া পৌর প্রশাসকের নামে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্যভাবে “রবীন্দ্র জন্মোৎসব-১৪৩২” উদযাপন 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্যভাবে "রবীন্দ্র জন্মোৎসব-১৪৩২" উদযাপন 

নিজস্ব প্রতিবেদক : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিক উপলক্ষ্যে দুইদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে “রবীন্দ্র জন্মোৎসব-১৪৩২” উদযাপন করা হচ্ছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সার্বিক দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ আজ সকাল ১০ঘটিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দুইদিনব্যাপী “রবীন্দ্র জন্মোৎসব-১৪৩২” এর উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ও মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

এক বার্তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে বাংলা যেন সৃষ্টির এক অপূর্ব রূপকল্প। তাঁর অমর সৃষ্টিকর্মের উৎস ও প্রেরণাস্থল এই পূর্ববঙ্গ। এদেশের প্রকৃতি, মাটি ও মানুষ তাঁর মননে যে নান্দনিক ভাব ও ভাষাশিল্প সৃষ্টি করেছিলো, সেটাই আজ বাংলা সাহিত্য ও সংস্কৃতির গৌরবময় অর্জন। এদেশের নিসর্গে, মানুষের প্রাত্যহিক জীবনে, সমাজ- রাজনীতি ভাবনায়, মানবতাবোধে, দ্রোহে ও সাহিত্যাদর্শে রবীন্দ্রনাথ মিশে আছেন অকৃত্রিম এক আত্মিক বন্ধনে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে চির অম্লান করে রাখতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর প্রতিষ্ঠা। তাঁর দর্শন, চিন্তা ও আদর্শ বাংলাদেশের অধিবাসীদের জাতীয় ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এরপর যথাক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ ও অ্যাকাডেমিক ভবন ৩-এ বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্রসংগীত ও রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা ১১ঘটিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর চত্বরে তারুণ্য মেলার আয়োজন করা হয়।

তারুণ্য মেলার উদ্বোধন করেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম, এরপর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার উদ্বোধন ও পরিদর্শন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন, তারুণ্যমেলা উপকমিটির আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন,
 সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও আলোচনা করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ও বাংলা বিভাগের চেয়ারম্যান ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত রবীন্দ্র জন্মোৎসব ১৪৩২-এর সদস্য-সচিব মোঃ মাইনুল ইসলাম।

বিকাল ৪:০০ ঘটিকায় “রবীন্দ্রনাথের পরিবেশ চিন্তা” বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর এবং প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল।
সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের কর্মসূচি।
অনুষ্ঠানমালার অংশ হিসেবে ২য় দিন তারুণ্য মেলা, তথ্যচিত্র প্রদর্শনী, সেমিনার, সুধী সমাবেশ ও সমাপনী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

ঈদকে সামনে রেখে ব্যস্ত লৌহ কারখানাগুলো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্যভাবে “রবীন্দ্র জন্মোৎসব-১৪৩২” উদযাপন 

আপডেট সময় ০৪:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
নিজস্ব প্রতিবেদক : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিক উপলক্ষ্যে দুইদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে “রবীন্দ্র জন্মোৎসব-১৪৩২” উদযাপন করা হচ্ছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সার্বিক দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ আজ সকাল ১০ঘটিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দুইদিনব্যাপী “রবীন্দ্র জন্মোৎসব-১৪৩২” এর উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ও মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

এক বার্তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে বাংলা যেন সৃষ্টির এক অপূর্ব রূপকল্প। তাঁর অমর সৃষ্টিকর্মের উৎস ও প্রেরণাস্থল এই পূর্ববঙ্গ। এদেশের প্রকৃতি, মাটি ও মানুষ তাঁর মননে যে নান্দনিক ভাব ও ভাষাশিল্প সৃষ্টি করেছিলো, সেটাই আজ বাংলা সাহিত্য ও সংস্কৃতির গৌরবময় অর্জন। এদেশের নিসর্গে, মানুষের প্রাত্যহিক জীবনে, সমাজ- রাজনীতি ভাবনায়, মানবতাবোধে, দ্রোহে ও সাহিত্যাদর্শে রবীন্দ্রনাথ মিশে আছেন অকৃত্রিম এক আত্মিক বন্ধনে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে চির অম্লান করে রাখতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর প্রতিষ্ঠা। তাঁর দর্শন, চিন্তা ও আদর্শ বাংলাদেশের অধিবাসীদের জাতীয় ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এরপর যথাক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ ও অ্যাকাডেমিক ভবন ৩-এ বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্রসংগীত ও রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা ১১ঘটিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর চত্বরে তারুণ্য মেলার আয়োজন করা হয়।

তারুণ্য মেলার উদ্বোধন করেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম, এরপর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার উদ্বোধন ও পরিদর্শন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন, তারুণ্যমেলা উপকমিটির আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন,
 সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও আলোচনা করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ও বাংলা বিভাগের চেয়ারম্যান ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত রবীন্দ্র জন্মোৎসব ১৪৩২-এর সদস্য-সচিব মোঃ মাইনুল ইসলাম।

বিকাল ৪:০০ ঘটিকায় “রবীন্দ্রনাথের পরিবেশ চিন্তা” বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর এবং প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল।
সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের কর্মসূচি।
অনুষ্ঠানমালার অংশ হিসেবে ২য় দিন তারুণ্য মেলা, তথ্যচিত্র প্রদর্শনী, সেমিনার, সুধী সমাবেশ ও সমাপনী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।