নিজস্ব প্রতিবেদক : র্যাব-১৩ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে নীলফামারী জেলার সৈয়দপুর থানার চাঞ্চল্যকর রাফিক হত্যা মামলার এজাহারনামীয় এবং তদন্তে প্রাপ্ত ০৪ জন পলাতক আসামী গ্রেফতার।
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মাছ ধরাকে কেন্দ্র করে গত ০৯/০৫/২০২৫ তারিখ বিকাল আনুমান ০৫:৩০ ঘটিকার সময় ভিকটিম বাসা থেকে বের হলে আসামীগণ মিলে ভিকটিমকে সর্দারপাড়া এলাকার জনাব মোঃ মিন্টু মিয়ার গ্যারেজের পূর্ব পার্শ্বে ইজিবাইক থেকে নামিয়ে মারপিট করতে থাকে।
পরবর্তীতে ভিকটিমের পরিবার বিষয়টি জানতে পেরে ভিকটিমকে খোঁজাখুঁজির একপর্যায়ে সৈয়দপুর থানাধীন কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মৌজাস্থ বাইপাস সড়কের পার্শ্বে মেসার্স রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনের পূর্ব পার্শ্বে জনৈক আনিছুল চাকুয়া এর ধানক্ষেতের মধ্যে ভিকটিমকে গলায় রশি বাধা অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ-১০/০৫/২০২৫, ধারা- ১৪৩/৩৪১/৩০২/২০১/৩৪ পেনাল কোড।
ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে নীলফামারী জেলার সৈয়দপুর থানার অধিযাচন মূলে আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামী গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়।
এরই ধারাবাহিকতায় ইং ২৪/০৫/২০২৫ তারিখ সন্ধ্যা ০৬:২০ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র্যাব-১, ব্যাটালিয়ন সদর, উত্তরা, ঢাকা এর যৌথ আভিযানিক দল গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন জিরানী বাজারস্থ শাহ দেওয়ান টেলিকম নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এজাহারনামীয় পলাতক আসামী ১। মোঃ মোনা (৬০), পিতা-মৃত আজিবর রহমান, ২। মোঃ রনি (১৯), পিতা- মোঃ রমজান এবং তদন্তে প্রাপ্ত আসামী ৩। মোঃ নয়ন (২০), পিতা-মোঃ বাবর আলী, ৪। মোঃ হৃদয় (২০), পিতা-মোঃ আব্দুল বারী, সর্ব সাং-ধলগাছ সুখিপাড়া, থানা-সৈয়দপুর, জেলা- নীলফামারীদের’কে গ্রেফতার করতে সক্ষম হন।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।