ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানীর পশু ক্রয় বিক্রয়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ২ নং চান্দুরা ইউনিয়নের প্রবাসী মোঃ নাসির মিয়া ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোরবানিরর জন্য স্থানীয় সুহিলপুর বাজার থেকে ক্রয় করেন দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা দিয়ে বিশাল বড় মহিষ। মহিষকে বাড়িতে নিয়েও আসেন।
মহিষটা হঠাৎ রেগে যায় এবং আশেপাশে থাকা মানুষের উপড় আক্রমন করতে থাকে, এবং ৭ জনকে গুরুতর আহত করে। অনেকেই দৌড়িয়ে কোন রকম পালিয়ে যান। এলাকায় তোলপার সৃষ্টি হয়, কয়েক শত মানুষের আপ্রান চেষ্টায় ২ ঘন্টা সময় নিয়ে মহিষটাকে ধরতে সক্ষম হয় এবং সকলের চেষ্টায় জবাই করা হয়। মূলত কোরবানির জন্য মহিষটা ক্রয় করা হয়েছিল।
আহত ব্যক্তিদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেনঃ মোঃ আশুগুল্লা(৫৫) মোঃ রবি মিয়া (৩৫) মোঃ সিরাজ মিয়া (৪০) মোছাঃ মুনা বেগম (২৪) সোহাগ মিয়া(৩০) সাদেক মিয়ার স্ত্রী(২৫) এবং সন্তান (৬)
প্রত্যক্ষদর্শীরা জানান, মহিষ যে কোন সময় এ ধরনের দূর্ঘটনা ঘটাতে সক্ষম, তাই আমাদের সবাইকে এ ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন।