নিজস্ব প্রতিবেদক : ৮৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
অদ্য ২৫/০৫/২০২৫ তারিখ রাত আনুমান ২০.৪৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন হলদিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২৫,৫০০/- (পঁচিশ হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ৮৫ (পঁচাশি) পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর ১। মিঠুন শেখ (৩৮), পিতা- তোমসেল শেখ, সাং- চন্দনি, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী, ও ২। মোঃ রাজীব হাওলাদার (৩৪), পিতা- মৃত আতাহার হাওলাদার, সাং- কুমারভোগ, থানা- পদ্মা উত্তর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়।
২প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার লৌহজংসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।