ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নগরীতে ১০টি চোরাই মোবাইল- সহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের চোর  শহিদ  রাবির সাবেক উপ-উপাচার্যের নামে  বিস্ফোরক মামলা  দুর্বৃত্তের হামলায় আহত ব্রাহ্মণপাড়া যুবলীগ নেতার মৃত্যু  রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  উল্লাপাড়া উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন করে অন্তর্ভুক্ত হলেন আব্দুল ওহাব ও আজাদ হোসেনে বাকৃবিতে কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী ও সেমিনার পুলিশ এ্যাসল্ট মামলার আসামী মাহফুজুর রহমান অতুল র‌্যাব কর্তৃক গ্রেফতার। যমুনা সেতু-ঢাকা মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্নে ১৭ দফা প্রস্তুতি টাঙ্গাইলে সফলভাবে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজিত তিন দিনব্যাপী মেলা মানিকগঞ্জ আদালতে মমতাজ বেগম 

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্নে ১৭ দফা প্রস্তুতি

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্নে ১৭ দফা প্রস্তুতি

 

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে যমুনা সেতু-ঢাকা মহাসড়কে নানা প্রস্তুতি নিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন। ঈদের সময় যাত্রীসাধারণের ভোগান্তি কমিয়ে আনতে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ১৭টি সিদ্ধান্ত।

গত বৃহস্পতিবার (২২ মে) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরিফা হক।

গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো—
ঈদের আগে ও পরে তিন দিন করে মোট ছয়দিন ভারী যানবাহন (ওভারলোড ট্রাক, কাভার্ডভ্যান, লরি) মহাসড়কে চলাচল বন্ধ থাকবে। যমুনা সেতুর টোলপ্লাজায় বুথ সংখ্যা বাড়ানো হবে, যাতে টোল আদায়ে সময় কম লাগে। ফিটনেসবিহীন ও জরাজীর্ণ যানবাহনের চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। সিএনজি ও অন্যান্য জ্বালানি ফিলিং স্টেশনগুলো ঈদের আগে-পরে পাঁচদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই, মলম পার্টি ও চাঁদাবাজি রোধে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাবের টহল বাড়ানো হবে।
এসব পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন—
২৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল নাসের উদ্দিন লিয়ন,টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রেজওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হোসেন,যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল ইসলাম পাভেল, এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী প্রমুখ।

টাঙ্গাইল জেলা প্রশাসনের এ উদ্যোগ ঈদযাত্রায় ভোগান্তি কমিয়ে এনে যাত্রীদের মনে স্বস্তি দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

রাজশাহী নগরীতে ১০টি চোরাই মোবাইল- সহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের চোর  শহিদ 

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্নে ১৭ দফা প্রস্তুতি

আপডেট সময় ০৭:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে যমুনা সেতু-ঢাকা মহাসড়কে নানা প্রস্তুতি নিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন। ঈদের সময় যাত্রীসাধারণের ভোগান্তি কমিয়ে আনতে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ১৭টি সিদ্ধান্ত।

গত বৃহস্পতিবার (২২ মে) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরিফা হক।

গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো—
ঈদের আগে ও পরে তিন দিন করে মোট ছয়দিন ভারী যানবাহন (ওভারলোড ট্রাক, কাভার্ডভ্যান, লরি) মহাসড়কে চলাচল বন্ধ থাকবে। যমুনা সেতুর টোলপ্লাজায় বুথ সংখ্যা বাড়ানো হবে, যাতে টোল আদায়ে সময় কম লাগে। ফিটনেসবিহীন ও জরাজীর্ণ যানবাহনের চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। সিএনজি ও অন্যান্য জ্বালানি ফিলিং স্টেশনগুলো ঈদের আগে-পরে পাঁচদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই, মলম পার্টি ও চাঁদাবাজি রোধে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাবের টহল বাড়ানো হবে।
এসব পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন—
২৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল নাসের উদ্দিন লিয়ন,টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রেজওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হোসেন,যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল ইসলাম পাভেল, এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী প্রমুখ।

টাঙ্গাইল জেলা প্রশাসনের এ উদ্যোগ ঈদযাত্রায় ভোগান্তি কমিয়ে এনে যাত্রীদের মনে স্বস্তি দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।