মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজে ডিভাইডারের সাথে মোটরসাইকেলের ধাক্কা খেয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় মহানগরীর মতিহার থানার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) ও একই থানার মেহেরচÐি উত্তরপাড়া মহল্লার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস (১৭)। দুজনেই রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
শনিবার রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক। তিনি জানান, সন্ধ্যার পরে দ্রুতগতিতে ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়।
পরে গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।