মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে স্ত্রীর উপর অভিমান করে রাতুল (৩০) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় নগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার ভাড়া করা বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার ফারুকের বাড়ীর ভাড়াটিয়া। মৃত রাতুল, নগরীর বোয়ালিয়া থানার হাদির মোড় (রাণীনগর) এলাকার স্বপনের ছেলে।
রাতুলের মামা সুমন জানান, স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল রাতুলের। এরপর গত ১৫/২০দিন যাবত তার স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করছে। তবে রাতুল তার ভাড়াকরা বাড়িকে একাই বসবাস করছিল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বাড়িতে যায়। এদিন বিকাল সাড়ে ৫টায় রাতুলকে ডাকতে গিয়ে ঘরের ভেতর থেকে দরজা আটকানো পাওয়া যায়। তার কোন সাড়া শব্দ না
পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁসদিয়ে রাতুল ঝুলছে। এ সময় মতিহার থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। পরে পুলিশ গিয়ে রাতুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ ব্যপারে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক জানায়, মৃত রাতুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে মৃত রাতুলের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
ওসি আর জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্ত্রীর সাথে কলহের জেরেই রাতুল আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যপারে মতিহার থানায় একটি (ইউডি), অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি।