ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে সাগরিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ফরিদগঞ্জে পুলিশের এসআই-এর চুরি যাওয়া সরকারি অস্ত্র-গুলি ঢাকায় উদ্ধার। বদলগাছীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার জগন্নাথপুরে গোলায় উঠল ৪০০ কোটি টাকার ধান “ফসল কর্তন সমাপনী উৎসব” সম্পন্ন। কুমারখালীতে দুই ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা দুর্নীতির অভিযোগে কালীগঞ্জের সাবেক মেয়র রবীন হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু সুনামগঞ্জ ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ এর মতবিনিময় সভা। আলাউদ্দিন নগরে জেলার বৃহত্তম আবাসিক ও বাণিজ্যিকসহ বহুমাত্রিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাইক্ষ‍‍্যংছড়ি-সোনাইছড়ি পুলিশের অভিযানে আওয়ামী লীগের নিষিদ্ধ নেতা গ্রেফতার 

মাধবপুরে চার মাসে ৫২ মাদক ব্যাবসায়ী আটক

মাধবপুরে চার মাসে ৫২ মাদক ব্যাবসায়ী আটক

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ২০২৫ সালের প্রথম চার মাসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে, ৫২ মাদক ব্যাবসায়ী। উদ্ধার হয়েছে, বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এসব ঘটনায় মাধবপুর মামলা হয়েছে ৩৩ টি। জানা যায়, চলতি বছর জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত মাধবপুর থানার পুলিশ মোট ৩০৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৪২ পিস ইয়াবা, ৭৭ বোতল ফেন্সিডিল ও ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। গত বছর একই সময়ের তুলনায় গাঁজা উদ্ধার হয়েছে প্রায় দ্বিগুণ।
জনসচেতনতা বৃদ্ধির কারণে মাদক উদ্ধারের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের মেম্বার নূরুল হাসান তপু জানান, আমাদের এলাকার ছাতিয়াইন রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে চা বাগানে আগে প্রতিদিন মাদকের আসর বসতো, এখন পুলিশের কঠোর অবস্থানের কারণে এই এলাকাসহ নোয়াপাড়া ইউনিয়ন মোটামুটি মাদকমুক্ত হয়েছে। তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি খোকন তাঁতি জানান, আগে আমাদের বাগানে মাদকসেবিদের গাড়ি ও মোটরসাইকেলের যন্ত্রনায় আমরা অতিষ্ঠ ছিলাম।

কিছুদিন আগে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এর পর থেকে পুলিশ ও বিজিবি স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মাদক নির্মূলের জন্য কাজ করেছেন। এখন মাদকসেবিদের তৎপরতা অনেক কমে এসেছে। শাজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী জানান, পুলিশ ও বিজিবি’র তৎপরতার কারণে বর্তমানে মাদক ব্যাবসায়ী ও মাদকসেবিদের আনাগোনা অনেক কমেছে। তবে ফাঁড়ি রাস্তাগুলোতে তৎপরতা আরও বাড়ানো দরকার।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, ৫ আগষ্টের পরে পুলিশ ও বিজিবি’র নিষ্ক্রিয়তার সুযোগে আমাদের এলাকায় মাদকের উপদ্রব খুব বেড়ে গিয়েছিল। তবে গত কয়েকমাসে মাধবপুর থানার ওসি’র উদ্যোগে কয়েকটি উঠান বৈঠক হয়েছে এবং পুলিশ ও বিজিবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ফলে গত কয়েকমাসে মাদকের উৎপাত অনেক কমেছে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আমি দায়িত্ব নেওয়ার পর মাদক নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। হবিগঞ্জের পুলিশ সুপার এর নির্দেশনায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ
মুক্ত সমাজ গড়তে জনসচেতনতা বাড়াতে তেলিয়াপাড়া চা বাগান, তেলিয়াপাড়া (নোয়াহাটি) বাজার, হরষপুর রেলওয়ে স্টেশন, মৌজপুর বাজার, পশ্চিম মাধবপুর ফুচকাবাড়ি, জগদীশপুর তেমুনিয়া সহ গুরুত্বপূর্ণ ২০ টি স্পটে উঠান বৈঠক করেছি। প্রত্যেকটি উঠান বৈঠকে আমি স্থানীয় জনসাধারণের কাছে আমার মোবাইল ফোন নাম্বার দিয়ে এসেছি। যে কোন বিষয়ে বা তথ্য দেওয়ার জন্য তারা যেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতদিন এখানে আছি কোন মাদক ব্যাবসায়ীকে শান্তিতে থাকতে দিব না। তারা মাদক ব্যাবসা ছেড়ে দিবে, নাহয় এলাকা ছেড়ে দিবে।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে সাগরিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাধবপুরে চার মাসে ৫২ মাদক ব্যাবসায়ী আটক

আপডেট সময় ০৫:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ২০২৫ সালের প্রথম চার মাসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে, ৫২ মাদক ব্যাবসায়ী। উদ্ধার হয়েছে, বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এসব ঘটনায় মাধবপুর মামলা হয়েছে ৩৩ টি। জানা যায়, চলতি বছর জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত মাধবপুর থানার পুলিশ মোট ৩০৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৪২ পিস ইয়াবা, ৭৭ বোতল ফেন্সিডিল ও ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। গত বছর একই সময়ের তুলনায় গাঁজা উদ্ধার হয়েছে প্রায় দ্বিগুণ।
জনসচেতনতা বৃদ্ধির কারণে মাদক উদ্ধারের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের মেম্বার নূরুল হাসান তপু জানান, আমাদের এলাকার ছাতিয়াইন রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে চা বাগানে আগে প্রতিদিন মাদকের আসর বসতো, এখন পুলিশের কঠোর অবস্থানের কারণে এই এলাকাসহ নোয়াপাড়া ইউনিয়ন মোটামুটি মাদকমুক্ত হয়েছে। তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি খোকন তাঁতি জানান, আগে আমাদের বাগানে মাদকসেবিদের গাড়ি ও মোটরসাইকেলের যন্ত্রনায় আমরা অতিষ্ঠ ছিলাম।

কিছুদিন আগে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এর পর থেকে পুলিশ ও বিজিবি স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মাদক নির্মূলের জন্য কাজ করেছেন। এখন মাদকসেবিদের তৎপরতা অনেক কমে এসেছে। শাজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী জানান, পুলিশ ও বিজিবি’র তৎপরতার কারণে বর্তমানে মাদক ব্যাবসায়ী ও মাদকসেবিদের আনাগোনা অনেক কমেছে। তবে ফাঁড়ি রাস্তাগুলোতে তৎপরতা আরও বাড়ানো দরকার।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, ৫ আগষ্টের পরে পুলিশ ও বিজিবি’র নিষ্ক্রিয়তার সুযোগে আমাদের এলাকায় মাদকের উপদ্রব খুব বেড়ে গিয়েছিল। তবে গত কয়েকমাসে মাধবপুর থানার ওসি’র উদ্যোগে কয়েকটি উঠান বৈঠক হয়েছে এবং পুলিশ ও বিজিবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ফলে গত কয়েকমাসে মাদকের উৎপাত অনেক কমেছে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আমি দায়িত্ব নেওয়ার পর মাদক নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। হবিগঞ্জের পুলিশ সুপার এর নির্দেশনায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ
মুক্ত সমাজ গড়তে জনসচেতনতা বাড়াতে তেলিয়াপাড়া চা বাগান, তেলিয়াপাড়া (নোয়াহাটি) বাজার, হরষপুর রেলওয়ে স্টেশন, মৌজপুর বাজার, পশ্চিম মাধবপুর ফুচকাবাড়ি, জগদীশপুর তেমুনিয়া সহ গুরুত্বপূর্ণ ২০ টি স্পটে উঠান বৈঠক করেছি। প্রত্যেকটি উঠান বৈঠকে আমি স্থানীয় জনসাধারণের কাছে আমার মোবাইল ফোন নাম্বার দিয়ে এসেছি। যে কোন বিষয়ে বা তথ্য দেওয়ার জন্য তারা যেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতদিন এখানে আছি কোন মাদক ব্যাবসায়ীকে শান্তিতে থাকতে দিব না। তারা মাদক ব্যাবসা ছেড়ে দিবে, নাহয় এলাকা ছেড়ে দিবে।