ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের উপহার পেলেন সাংবাদিক সোহেল গৌরীপুরে অটোরিকশা উল্টে পুলিশসহ আহত ৪ রায়গঞ্জের বিভিন্ন এলাকায় গাছে গাছে শোভা পাচ্ছে জামরুল রাজস্থলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন  ভালুকায় ছাত্রদল নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ      সাজাপ্রাপ্ত মামলার আসামী আসাদুল রাজধানীর লালবাগে র‌্যাব কর্তৃক গ্রেফতার। কাউখালীতে প্রকাশ্যে নিষিদ্ধ গাইড বই বিক্রি হচ্ছে  কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালু না করলে রেমিট‍্যান্স বন্ধের হুমকি  কয়রায় স্কুলের প্রাচীর নির্মানে বাঁধা ও জীবন নাশের হুমকির অভিযোগ 

কাউখালীতে প্রকাশ্যে নিষিদ্ধ গাইড বই বিক্রি হচ্ছে 

কাউখালীতে প্রকাশ্যে নিষিদ্ধ গাইড বই বিক্রি হচ্ছে 

 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 
পিরোজপুরের কাউখালীতে প্রকাশ্যে নিষিদ্ধ গাইড বইয়ের রমরমা ব্যবসা। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গাইড বই ছাড়া সরকারের দেওয়া বিনামূল্যের বই শিক্ষার্থীদের পড়ানো হয় কম। এদিকে অধিক মূল্যর গাইড বই কিনতে অধিকাংশ অভিভাবকরা হিমশিম খাচ্ছেন।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সমূহে শিক্ষার্থীদের গাইড বই পড়ানো হয়। সরকারের দেওয়া বই পড়ানো হয় কম শিক্ষা প্রতিষ্ঠানে। একশ্রেণীর শিক্ষকরা শিক্ষার্থীদের গাইড কেনার পরামর্শ দিচ্ছেন। মাধ্যমিক স্তরে শ্রেণীভেদে ১ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা দিয়ে এক সেট গাইড বই কিনতে হয়। মাদ্রাসার স্তরে নবম থেকে দশম শ্রেণীতে ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় গাইড বই কিনতে হয়। প্রাথমিক বিদ্যালয় ২৫০ টাকা থেকে ১ হাজার টাকায় গাইড বই বিক্রি হচ্ছে। প্রাথমিক শাখায় শিক্ষকদের পছন্দের বই হল লেকচার, পাঞ্জেরী, পপি ও টিচার্স, মাধ্যমিক শাখায় লেকচার ও পাঞ্জেরী।
উপজেলার দাসেরকাঠি গ্রামের অভিভাবক এনায়েত হোসেন, শিয়াল কাঠি গ্রামের অভিভাবক সারোয়ার হোসেন, আমরাজুড়ি গ্রামের বাসিন্দা কুলসুম বেগম বলেন, শিক্ষকরা সরকারি বইয়ের গুরুত্ব কম দিয়ে গাইড বই পড়াতে বেশি অভ্যস্ত।
অধিকাংশ অভিভাবকরা জানান, শিক্ষকরা কোমলমতি ছাত্র-ছাত্রীদের বলেন গাইড বইয়ে পড়া সহজ যা তোমাদের পড়তে সুবিধা হবে তাই তোমরা গাইড বই পড়ো। অভিভাবকরা আরও জানান শিক্ষকরা তাদের পছন্দের কোম্পানির গাইড বইয়ের তালিকা হাতে ধরিয়ে দেন। এখানে ছাত্র অভিভাবক ও শিক্ষার্থীরা অসহায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান বলেন, গাইড বই কেনাবেচা আইনত নিষিদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠানে গাইড বই পড়ানো যাবেনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হইবে। এবং অভিভাবকদের সচেতন থাকতে হবে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের উপহার পেলেন সাংবাদিক সোহেল

কাউখালীতে প্রকাশ্যে নিষিদ্ধ গাইড বই বিক্রি হচ্ছে 

আপডেট সময় ০৩:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 
পিরোজপুরের কাউখালীতে প্রকাশ্যে নিষিদ্ধ গাইড বইয়ের রমরমা ব্যবসা। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গাইড বই ছাড়া সরকারের দেওয়া বিনামূল্যের বই শিক্ষার্থীদের পড়ানো হয় কম। এদিকে অধিক মূল্যর গাইড বই কিনতে অধিকাংশ অভিভাবকরা হিমশিম খাচ্ছেন।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সমূহে শিক্ষার্থীদের গাইড বই পড়ানো হয়। সরকারের দেওয়া বই পড়ানো হয় কম শিক্ষা প্রতিষ্ঠানে। একশ্রেণীর শিক্ষকরা শিক্ষার্থীদের গাইড কেনার পরামর্শ দিচ্ছেন। মাধ্যমিক স্তরে শ্রেণীভেদে ১ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা দিয়ে এক সেট গাইড বই কিনতে হয়। মাদ্রাসার স্তরে নবম থেকে দশম শ্রেণীতে ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় গাইড বই কিনতে হয়। প্রাথমিক বিদ্যালয় ২৫০ টাকা থেকে ১ হাজার টাকায় গাইড বই বিক্রি হচ্ছে। প্রাথমিক শাখায় শিক্ষকদের পছন্দের বই হল লেকচার, পাঞ্জেরী, পপি ও টিচার্স, মাধ্যমিক শাখায় লেকচার ও পাঞ্জেরী।
উপজেলার দাসেরকাঠি গ্রামের অভিভাবক এনায়েত হোসেন, শিয়াল কাঠি গ্রামের অভিভাবক সারোয়ার হোসেন, আমরাজুড়ি গ্রামের বাসিন্দা কুলসুম বেগম বলেন, শিক্ষকরা সরকারি বইয়ের গুরুত্ব কম দিয়ে গাইড বই পড়াতে বেশি অভ্যস্ত।
অধিকাংশ অভিভাবকরা জানান, শিক্ষকরা কোমলমতি ছাত্র-ছাত্রীদের বলেন গাইড বইয়ে পড়া সহজ যা তোমাদের পড়তে সুবিধা হবে তাই তোমরা গাইড বই পড়ো। অভিভাবকরা আরও জানান শিক্ষকরা তাদের পছন্দের কোম্পানির গাইড বইয়ের তালিকা হাতে ধরিয়ে দেন। এখানে ছাত্র অভিভাবক ও শিক্ষার্থীরা অসহায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান বলেন, গাইড বই কেনাবেচা আইনত নিষিদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠানে গাইড বই পড়ানো যাবেনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হইবে। এবং অভিভাবকদের সচেতন থাকতে হবে।