ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিনামূল্যে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত  ব্রাহ্মণপাড়ায় ৫ ফার্মেসিকে ২৮ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টিবাগানের উপকরণ বিতরণ ৮ বছরে ও সড়কে সংস্কারের ছোঁয়া লাগেনি বুড়িচংয়ে কোরপাই – মনঘাটা-আবিদপুর সড়কটি খানাখন্দে বেহাল দশা বোয়ালখালীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ আটক এক  সাবেক ছাত্রলীগ সদস্য কাজী শফিকুল ইসলামকে প্রত্যাহারের দাবি, স্থানীয়দের নগরীতে আসামী আটক করতে গিয়ে অভিভাবক, সাংবাদিককে গালিগালাজ ও  লাঞ্ছিতের অভিযোগ  গৌরনদীতে পাল্লক পুত্রকে তাড়াতে নানান ষড়যন্ত্রের মধ্য দিয়ে থানায় অভিযোগ সিরাজগঞ্জের কাজিপুরে পানিতে ডুবে কন্যা শিশুর মৃত্যু স্বাধীনতার ৫৫ বছর পরেও মৃত: বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর দিন কাটে ভিক্ষা করে মৃত: ওই মুক্তিযোদ্ধার নম্বরেই অন্যজনের ভাতা ভোগের অভিযোগ 

বরিশালের সাবেক সংরক্ষিত নারী এমপি রুবিনা মীরা ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

বরিশালের সাবেক সংরক্ষিত নারী এমপি রুবিনা মীরা ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

 

 

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : প্রায় তিন কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও প্রায় ২১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বরিশালের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তার স্বামী মোশারফ হোসাইন সরদারের (মোশারেফ হোসেন রাজা) বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৩ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক রেজাউল করিম বাদী হয়ে মামলা করা হয়েছে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বরিশালের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৫৭ লাখ ১৮ হাজার টাকার সম্পদ অর্জন করেন। এছাড়া তার বিরুদ্ধে নিজ নামীয় ১০টি ব্যাংক হিসাবে মোট ১৭৮ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৬৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।


অন্যদিকে, 
রুবিনার স্বামী মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে এক কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার তিনটি ব্যাংক হিসাবে মোট ৩৬ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ৭৭২ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় সৈয়দা রুবিনা আক্তার মীরাকেও আসামি করা হয়েছে।

পৃথক মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১১ এর ৪(২) (৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুর পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিনামূল্যে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত 

বরিশালের সাবেক সংরক্ষিত নারী এমপি রুবিনা মীরা ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

আপডেট সময় ০১:০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

 

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : প্রায় তিন কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও প্রায় ২১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বরিশালের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তার স্বামী মোশারফ হোসাইন সরদারের (মোশারেফ হোসেন রাজা) বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৩ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক রেজাউল করিম বাদী হয়ে মামলা করা হয়েছে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বরিশালের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৫৭ লাখ ১৮ হাজার টাকার সম্পদ অর্জন করেন। এছাড়া তার বিরুদ্ধে নিজ নামীয় ১০টি ব্যাংক হিসাবে মোট ১৭৮ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৬৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।


অন্যদিকে, 
রুবিনার স্বামী মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে এক কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার তিনটি ব্যাংক হিসাবে মোট ৩৬ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ৭৭২ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় সৈয়দা রুবিনা আক্তার মীরাকেও আসামি করা হয়েছে।

পৃথক মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১১ এর ৪(২) (৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।