ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের অভিযোগ, পঞ্চগড়ে গ্রেপ্তার ৪ কালীগঞ্জে মামার বাড়িতে বেড়াতে এসে কাঁঠাল পাড়তে গিয়ে যুবকের মৃত্যু প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ‍্যমান কর্মতৎপরতা চাই -জাতীয় প্রেসক্লাবে ব্যারিস্টার নাজির গণধর্ষণ মামলার আসামী কাজী ফয়সাল আহমেদ মিথুন রাজধানীর ডেমরায় র‌্যাব কর্তৃক গ্রেফতার। বিএনপির কাউন্সিলে নির্বাচিত সভাপতিকে আওয়ামী লীগ দোষর আখ্যা দিয়ে নির্বাচন বাতিলের দাবী সুনামগঞ্জে জুলাই যোদ্ধাদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জরুরি সভা অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্রসহ আওয়ামীলীগ কর্মী গ্রেফতার জগন্নাথপুরে গ্রাহকের ১২ লাখ টাকা নিয়ে উধাও এনজিও উদ্দীপনের ম্যানেজার ভান্ডারিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর ঘরে ডাকাতি জগন্নাথপুরে বেপরোয়া পিকআপ-মোটরসাইকেল সংর্ঘষ, পল্লীবিদ্যুৎ কর্মচারীর নিহত।

বৈষম্যবিরোধী যুবলীগ নেতা ও স্কুলশিক্ষক কামাল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী যুবলীগ নেতা ও স্কুলশিক্ষক কামাল গ্রেপ্তার

মোঃআকতারুজ্জামান-দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যুবলীগ নেতা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. কামাল হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দেবীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার কামাল হোসেন সরকার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ ঢাকাইয়া পাড়া এলাকার মো. লিয়াকত আলীর ছেলে। তিনি মৌমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে দণ্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দেবীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর নেতৃত্বে করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে ছাত্র ও সাধারণ জনগণের উপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন রবিউল ইসলাম নামে এক যুবক। পরে তিনি ৪৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০০–১২০০ জনকে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলারই আসামি হিসেবে কামাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় কামাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এদিকে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫(১) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না, রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সঙ্গেও যুক্ত থাকতে পারেন না, কিংবা দেশে বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে বা সহায়তা করতে পারেন না। অথচ কামাল হোসেন সরকার সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায়ই দণ্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। কোর্ট থেকে জানানো হলে অথবা অন্য কোনো মাধ্যম থেকে নিশ্চিত হলে তাকে সাময়িক বরখাস্ত করা হবে। যদি প্রমাণিত হয় যে তিনি রাজনীতিতে জড়িত, তবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের অভিযোগ, পঞ্চগড়ে গ্রেপ্তার ৪

বৈষম্যবিরোধী যুবলীগ নেতা ও স্কুলশিক্ষক কামাল গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

মোঃআকতারুজ্জামান-দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যুবলীগ নেতা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. কামাল হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দেবীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার কামাল হোসেন সরকার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ ঢাকাইয়া পাড়া এলাকার মো. লিয়াকত আলীর ছেলে। তিনি মৌমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে দণ্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দেবীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর নেতৃত্বে করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে ছাত্র ও সাধারণ জনগণের উপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন রবিউল ইসলাম নামে এক যুবক। পরে তিনি ৪৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০০–১২০০ জনকে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলারই আসামি হিসেবে কামাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় কামাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এদিকে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫(১) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না, রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সঙ্গেও যুক্ত থাকতে পারেন না, কিংবা দেশে বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে বা সহায়তা করতে পারেন না। অথচ কামাল হোসেন সরকার সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায়ই দণ্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। কোর্ট থেকে জানানো হলে অথবা অন্য কোনো মাধ্যম থেকে নিশ্চিত হলে তাকে সাময়িক বরখাস্ত করা হবে। যদি প্রমাণিত হয় যে তিনি রাজনীতিতে জড়িত, তবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।