মুলাদী প্রতিনিধিঃ বরিশালের মুলাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। এসব রোগীদের মধ্যে যাদের পরীক্ষা-নীরিক্ষা লেগেছে তাতেও বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। তাছাড়া পাঁচ হাজার খাবার স্যালাইন বিলামূল্যে বিতরণ করা হয়। এই ক্যাম্পের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহম্মদ বাবর।
মুলাদী সরকারী কলেজ প্রাঙ্গনে শুক্রবার সকাল ৯টা থেকে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন, মুলাদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আবু সালেহ, ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, মার্কেটিং অফিসার মোঃ জাকির হোসেন ও মোঃ আনিছুর রহমান। ক্যাম্পের আয়োজক বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন বাবর সারাদিন উপস্থিত থেকে ক্যাম্পে আগত রোগীদের সেবার খোঁজখবর নেন।
বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাহবুবুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. আফজাল করিম, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ নুরুল আলম, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ কেএম জাহিদুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বর্ণা, গাইনী বিশেষজ্ঞ ডাঃ কাজী তৌকিয়া রহমান ও মেডিকেল অফিসার ডাঃ নাঈম সাকির। ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল।
সেবা গ্রহণের পর একাধিক রোগী বলেন, আমরা বরিশালে গিয়ে যেসব ডাক্তারদের চেম্বারে সিরিয়াল দিয়ে দেখাতেও কষ্ট হয়, আজ বাবর ভাইর সৌজন্যে সেসব ডাক্তাররা বাড়ির আঙ্গিনায় এসে আমাদেরকে ফ্রি চিকিৎসা দিলেন। তাছাড়া হাজার হাজার টাকার ঔষধও ফ্রি পেলাম। আগামী দিনে এমন আরো জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার দাবি জানাই। এসময় জহির উদ্দিন বাবরের ভুয়সী প্রশংসা করেন উপস্থিত জনতা।