ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলগাছী মডেল প্রেসক্লাবে নতুন ৯ জন সদস্যকে ফুল দিয়ে বরণ  আরিফুল খুনের মামলার পলাতক আসামী ওমর ফারুক কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব। বদলগাছী মডেল প্রেসক্লাবে নতুন ৯ জন সদস্যকে ফুল দিয়ে বরণ আলমডাঙ্গার বলরামপুর মিতালী সংঘের নতুন কমিটি ঘোষণা ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সেমিনার ও আপনজন সম্মাননা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকা উদ্যোগ ক্যান্সার রোগী ও অসহায়দের মধ্যে ছাগল বিতরণ প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী মোসলেমকে গ্রেফতার করেছে  র‌্যাব। সিলেটে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে মিফতাহ্ সিদ্দিকী সাতক্ষীরা দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান অস্ত্রসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব ডাকাতি মামলার আসামী গ্রেফতার

দেবীগঞ্জে আওয়ামী লীগের রাতের লিফলেট বিতরণ

দেবীগঞ্জে আওয়ামী লীগের রাতের লিফলেট বিতরণ

মোঃআকতারুজ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতের একাধিক স্থানে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ মে) সকালে পৌর সদরের পরিমল দে মার্কেটে সামনে, চৌরাস্তায়, পুরাতন বাসস্ট্যান্ডে এই সব লিফলেট রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তবে কারা এইসব লিফলেট ফেলে গেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

লিফলেটগুলোর মধ্যে লেখা ছিল- “শেখ হাসিনাতেই আস্থা”, “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”, ও “আগেই ভালো ছিলাম”- যা দেখে স্থানীয়দের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা ও মিশ্র প্রতিক্রিয়া।

সম্প্রতি দেবীগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মীদের এলাকায় দেখা গেছে। যারা ১০ মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারমুখী অবস্থানে ছিল। একই সাথে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

পুলিশের নমনীয় অবস্থানের কারণে যে কোন মুহূর্তে পরিস্থিতির অবনতি হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। এর আগে ৩১ জানুয়ারী উপজেলা পরিষদ চত্বরের দেওয়ালে, মিনি স্টেডিয়াম ও নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে ‘জয় বাংলা’ লেখা দেখতে পাওয়া যায়। সে সময় পুলিশ নাশকতা ঠেকাতে কিছু গ্রেফতার অভিযান পরিচালনা করে। যদিও ইউনিয়ন পর্যায়ের কিছু নেতা-কর্মীদের গ্রেফতার করলেও পৌরশহরে তেমন কাউকে গ্রেফতার করা হয়নি। অথচ জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে পুলিশকে দিয়েই ছাত্র-জনতার উপর দমন-পীড়ন চালানো হতো। পুলিশের এমন স্বজনপ্রীতির কারণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে স্থানীয়রা।

লিফলেট ফেলে যাওয়ার ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি-জামায়াত ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, এভাবে পুলিশের উদাসীনতায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। সূত্রের দাবি, ৪ আগস্ট যে সব ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র মজুদ করে হামলার পরিকল্পনা নেওয়া হয়েছিল সেগুলোর ব্যাপারে পুলিশকে অবহিত করলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে জুলাই অভ্যুত্থানের রক্তের দাগ না মুছতেই এলাকায় প্রকাশ্যে দেখা গেছে একাধিক নেতা-কর্মীদের। যারা ছাত্র-জনতার উপর হামলা চালাতে সে সময় সক্রিয় ছিল।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, গতকাল রাতে একটি মোটরসাইকেলে করে এসব লিফলেট ছড়ানো হয়। পুলিশ সদস্যরা সে সময় বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিলেন। আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যাই, তবে তারা পালিয়ে যায়। তাদের সনাক্ত করতে কাজ চলমান রয়েছে।

 

 

 

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বদলগাছী মডেল প্রেসক্লাবে নতুন ৯ জন সদস্যকে ফুল দিয়ে বরণ 

দেবীগঞ্জে আওয়ামী লীগের রাতের লিফলেট বিতরণ

আপডেট সময় ১১:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

মোঃআকতারুজ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতের একাধিক স্থানে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ মে) সকালে পৌর সদরের পরিমল দে মার্কেটে সামনে, চৌরাস্তায়, পুরাতন বাসস্ট্যান্ডে এই সব লিফলেট রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তবে কারা এইসব লিফলেট ফেলে গেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

লিফলেটগুলোর মধ্যে লেখা ছিল- “শেখ হাসিনাতেই আস্থা”, “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”, ও “আগেই ভালো ছিলাম”- যা দেখে স্থানীয়দের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা ও মিশ্র প্রতিক্রিয়া।

সম্প্রতি দেবীগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মীদের এলাকায় দেখা গেছে। যারা ১০ মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারমুখী অবস্থানে ছিল। একই সাথে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

পুলিশের নমনীয় অবস্থানের কারণে যে কোন মুহূর্তে পরিস্থিতির অবনতি হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। এর আগে ৩১ জানুয়ারী উপজেলা পরিষদ চত্বরের দেওয়ালে, মিনি স্টেডিয়াম ও নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে ‘জয় বাংলা’ লেখা দেখতে পাওয়া যায়। সে সময় পুলিশ নাশকতা ঠেকাতে কিছু গ্রেফতার অভিযান পরিচালনা করে। যদিও ইউনিয়ন পর্যায়ের কিছু নেতা-কর্মীদের গ্রেফতার করলেও পৌরশহরে তেমন কাউকে গ্রেফতার করা হয়নি। অথচ জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে পুলিশকে দিয়েই ছাত্র-জনতার উপর দমন-পীড়ন চালানো হতো। পুলিশের এমন স্বজনপ্রীতির কারণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে স্থানীয়রা।

লিফলেট ফেলে যাওয়ার ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি-জামায়াত ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, এভাবে পুলিশের উদাসীনতায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। সূত্রের দাবি, ৪ আগস্ট যে সব ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র মজুদ করে হামলার পরিকল্পনা নেওয়া হয়েছিল সেগুলোর ব্যাপারে পুলিশকে অবহিত করলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে জুলাই অভ্যুত্থানের রক্তের দাগ না মুছতেই এলাকায় প্রকাশ্যে দেখা গেছে একাধিক নেতা-কর্মীদের। যারা ছাত্র-জনতার উপর হামলা চালাতে সে সময় সক্রিয় ছিল।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, গতকাল রাতে একটি মোটরসাইকেলে করে এসব লিফলেট ছড়ানো হয়। পুলিশ সদস্যরা সে সময় বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিলেন। আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যাই, তবে তারা পালিয়ে যায়। তাদের সনাক্ত করতে কাজ চলমান রয়েছে।