কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (১মে) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভবনের সভাকক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা ও ইউনিয়ন শাখা সমূহের ২০২৫- ২০২৬ সেশনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা সংগঠনের সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আরাফাতুর রহমান শাওন, এসিস্টেন্ট সেক্রেটারি এইচ এম হাফিজ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ মনিরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক এইচ এম জিয়াউল করিম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি ) মোঃ মনোয়ার হোসেন মিয়া, মাওলানা মোঃ রেজাউল করিম প্রমুখ।