ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক আইনের মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মিজানুর কে গ্রেফতার করেছে র‌্যাব। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ২টি অভিযানে গাঁজা সহ গ্রেফতার ০৪ দীর্ঘ ২৩ বছর পর বিএনপির সম্মেলনকে ঘিরে পটুয়াখালীতে চলছে ব্যাপক আয়োজন, নেতাকর্মীরা আবারও নতুন ভাবে উজ্জীবিত হচ্ছে।  জুলাই অপরাধীদের তালিকা না দেয়াও অপরাধ ত্রিশালে নূর মোহাম্মদ হত্যাকান্ড খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে অবরোধ ও বিক্ষোভ সুতার মিলে ভাগ্যের চাকা খুলে যাচ্ছে রায়গঞ্জের অবহেলিত গ্রামীণ নারীদের কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর কবরস্থান থেকে নারীর মরদেহ উদ্ধার কালীগঞ্জে বাজেট সভা ও ওএমএস ডিলার নিয়োগ বিষয়ক আলোচনা      বিপুল পরিমান ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব। নতুন কোন করারোপ ছাড়াই গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা

কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফার বাস্তবায়ন ও দৈনিক মজুরি ১০০০ টাকা দাবি নিয়ে আলোচনা ও রেলি

কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফার বাস্তবায়ন ও দৈনিক মজুরি ১০০০ টাকা দাবি নিয়ে আলোচনা ও রেলি

মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (পাটের কৃষি পরিক্ষা কেন্দ্র) জাগীর মানিকগঞ্জ, ভেতর পাটের কৃষি পরিক্ষা কেন্দ্র শ্রমিক বৃন্দরা, বিএডিসি সহ সকল গবেষণা খামারে নিয়োজিত অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং দৈনিক ১০০০ মজুরি টাকা সহ কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফার বাস্তবতা উপলক্ষে আলোচনা ও রেলি করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ডা. সালেহ মোহাম্মদ আশরাফুল হক (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, পাটের কৃষি পরিক্ষা কেন্দ্র) উদ্বোধক : জনাব মো : ফেরদৌস আলী (সভাপতি মানব কল্যাণ ফাউন্ডেশন ও চেরম্যান পদপ্রার্থী জাগীর ইউনিয়ন) সভাপতিত্ব করবেন : জনাব আরিফুল ইসলাম (বৈজ্ঞানিক কর্মকর্তা, জাগীর মানিকগঞ্জ)।

জনাব, আব্দুল রশিদ (এফ, আই, জাগীর মানিকগঞ্জ), সভাপতি মো : খোরশেদ আলম, সহ সভাপতি, মো :শহর আলী, সাধারণ সম্পাদক মো : মুজাইম, সাবেক সভাপতি মো আবদুল সালাম, সহ পাটের কৃষি পরিক্ষা কেন্দ্র সকল শ্রমিক বৃন্দ।


এই সময় তারা তাদের পক্ষের ১৩ দফা দাবির বাস্তবায়ন ও বেতন সঠিক ভাবে পাওনা সহ বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করেন, 
উদ্বোধক জনাব মো ফেরদৌস আলী বলেন শ্রমিক যদি এক জোট না হয় তাহলে তাদের দাবি কখনো পূর্ণ হবেনা, তাই সব সময় শ্রমিক এক থাকে এই মন ভাব প্রকাশ থাকতে হবে, জনাব আব্দুল রশিদ (এফ আই) বলেন, শ্রমিকদের ১৩ দফা দাবির এবং বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা জন্য বিএডিসি গবেষণা খামারে কথা বলা হবে এবং খুব তারাতাড়ি শ্রমিক যেন তার পূর্ণ দাবি পায় তা দেখবে।

উক্ত, অনুষ্ঠান সময় যাদের রক্তের বিনিময় এই মহান মে দিবস তাদের আতর মাফরিরাত কামনা করেন।

 

 

আপলোডকারীর তথ্য

news room

মাদক আইনের মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মিজানুর কে গ্রেফতার করেছে র‌্যাব।

কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফার বাস্তবায়ন ও দৈনিক মজুরি ১০০০ টাকা দাবি নিয়ে আলোচনা ও রেলি

আপডেট সময় ০৩:০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (পাটের কৃষি পরিক্ষা কেন্দ্র) জাগীর মানিকগঞ্জ, ভেতর পাটের কৃষি পরিক্ষা কেন্দ্র শ্রমিক বৃন্দরা, বিএডিসি সহ সকল গবেষণা খামারে নিয়োজিত অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং দৈনিক ১০০০ মজুরি টাকা সহ কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফার বাস্তবতা উপলক্ষে আলোচনা ও রেলি করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ডা. সালেহ মোহাম্মদ আশরাফুল হক (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, পাটের কৃষি পরিক্ষা কেন্দ্র) উদ্বোধক : জনাব মো : ফেরদৌস আলী (সভাপতি মানব কল্যাণ ফাউন্ডেশন ও চেরম্যান পদপ্রার্থী জাগীর ইউনিয়ন) সভাপতিত্ব করবেন : জনাব আরিফুল ইসলাম (বৈজ্ঞানিক কর্মকর্তা, জাগীর মানিকগঞ্জ)।

জনাব, আব্দুল রশিদ (এফ, আই, জাগীর মানিকগঞ্জ), সভাপতি মো : খোরশেদ আলম, সহ সভাপতি, মো :শহর আলী, সাধারণ সম্পাদক মো : মুজাইম, সাবেক সভাপতি মো আবদুল সালাম, সহ পাটের কৃষি পরিক্ষা কেন্দ্র সকল শ্রমিক বৃন্দ।


এই সময় তারা তাদের পক্ষের ১৩ দফা দাবির বাস্তবায়ন ও বেতন সঠিক ভাবে পাওনা সহ বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করেন, 
উদ্বোধক জনাব মো ফেরদৌস আলী বলেন শ্রমিক যদি এক জোট না হয় তাহলে তাদের দাবি কখনো পূর্ণ হবেনা, তাই সব সময় শ্রমিক এক থাকে এই মন ভাব প্রকাশ থাকতে হবে, জনাব আব্দুল রশিদ (এফ আই) বলেন, শ্রমিকদের ১৩ দফা দাবির এবং বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা জন্য বিএডিসি গবেষণা খামারে কথা বলা হবে এবং খুব তারাতাড়ি শ্রমিক যেন তার পূর্ণ দাবি পায় তা দেখবে।

উক্ত, অনুষ্ঠান সময় যাদের রক্তের বিনিময় এই মহান মে দিবস তাদের আতর মাফরিরাত কামনা করেন।