হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দূর্গাপুর বাজার সংলগ্ন ফয়জুল উলূম রশিদীয়া মাদ্রাসার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য রটায়। মাদ্রাসাটি এলাকাবাসীদের উদ্যোগে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোঃ আব্দুস সাত্তার জানান, গতকাল ১৭ এপ্রিল, রোজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন নিউজ পোর্টালে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়া সরদার, যুবলীগ নেতা আজম সরদার ও সাবেক ছাত্রলীগ ও রাসেল স্মৃতির সদস্য মনির হাওলাদার, আমাদের মাদ্রাসার সুনাম নষ্ট করার জন্য নানান ধরনের অপপ্রচার চালাচ্ছেন।
এসব মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী ও অভিভাবকদের উদ্যোগে প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সভায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুর সাত্তার বলেন, আমাদের মাদ্রাসাটি প্রতিষ্ঠা লগ্নের পর থেকেই শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে উন্নতি লাভ করে। সকলের আর্থিক সহযোগিতায় একটি তিন তলা ভবন নির্মাণ করি।যা পার্শ্ববর্তী একটি কুচক্রী মহল মাদ্রাসার ব্যাপারে ফেসবুক ও অনলাইন পোর্টালে বিভিন্ন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছেন, যাহা কোনো ভাবেই কাম্য নয়।
আমরা এই ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এদের শাস্তির দাবি জানাচ্ছি।
যারা এই মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
স্থানীয় এলাকাবাসীরা প্রতিবাদে অংশগ্রহণ করে বলেন, মাদ্রাসাটি অল্প সময়ের মধ্যে দ্বীন শিক্ষায় ব্যাপকভাবে উন্নতি সাধন করেছে।
যেটা কুচক্রীদের সহ্য হচ্ছে না, তাই তারা ইষান্বিত হয়ে এই মাদ্রাসার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন পোর্টালে অপপ্রচার ও ভিত্তিহীন খবর প্রকাশ করেছে। আমরা এই সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।