মোঃ জিয়াউর রহমান : বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৪ এপ্রিল) নববর্ষের সকালে মুন্সীগঞ্জ শহরের জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় জেলা বিএনপির কার্যালয় সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে বিএনপি’র মুন্সীগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বর্ণিল পোশাকে অংশগ্রহণ করেন। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে তালে এই শোভাযাত্রা পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।
সংক্ষিপ্ত সমাবেশে নেতারা দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান, এবং দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।