মুলাদী প্রতিনিধিঃ মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ডের আলাউদ্দিন হাওলাদার সড়কটি বর্তমানে ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে। পৌরসভার ৪নং ওয়ার্ডের মুলাদী স্ট্রেডিয়াম মাঠ থেকে আব্বাস মোল্লার বাড়ীর পূর্ব পাশে হাজারী বাড়ী পর্যন্ত আলাউদ্দিন হাওলাদার সড়কটি দিয়ে প্রতিনিয়িত স্কুল কলেজের শিক্ষার্থী সহ হাজার হাজার পথচারী আশা-যাওয়া করে।
এই সড়কটির দুই পাশে রয়েছে, মুলাদী টেকনিক্যাল কলেজ, অধ্যক্ষ কবির খান মডেল মাধ্যমিক বিদ্যালয়, ইমাম গাজ্জালী (র) মাদ্রাসা ও জান্নাতুল বুসরা মহিলা মাদ্রাসা ও মুলাদী মোহেব্বিয়া দ্বীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স, বায়তুন নুর জামে মসজিদ, হাওলাদার বাড়ী বায়তুল মামুর জামে মসজিদ, মাষ্টার জালাল আহম্মেদ এর বাড়ী জামে মসজিদ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বহুতল ভবন রয়েছে।
বিগত ৫-২-২০২৬ ইং তারিখ আলহাজ¦ মোশররফ হোসেন মঙ্গু সংসদ সদস্য থাকা কালীন টিআর কর্মসুচির আওতায় বাজাস/শ্রকমসসক/টিআর-৮১/২০০৫-২০০৬ নং স্বারকে আলাউদ্দিন হাওলাদার সড়কটিতে মাটি ফেলে সংস্কার করা হয়। ১৭-১২-২০০৬ ইং তারিখ, তৎকালীন মুলাদী পৌরসভার মেয়র আলহাজ¦ আঃ ছত্তার খান এর সময় নং-মুলা/পৌর-০৬/২৪৬ স্বারকে উক্ত আলাউদ্দিন হাওলাদার সড়কটি এইচ.বি.বি দ্বারা উন্নয়ন করা হয়। পরবর্তিতে ২০১৩ মুলাদী পৌরসভা থেকে উক্ত সড়কটি পিচ ঢালাইতে উন্নতি করা হলেও কয়েম মাস পরেই তা ভাঙ্গাচুরায় রুপ নেয়।
মুলাদী পৌরসভা ছাত্রদলের আহবায়ক, ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সোহানুর রহমান সোহান হাওলাদার বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের একমাত্র চলাচলের এ সড়কটি বর্তমানে বেহাল দশা হয়ে পরার কারনে কোন ভ্যান গাড়ী, অটো রিস্কা চলাচল করতে পারছেনা, জরুরী প্রয়োজনে এম্বুলেন্স ও ফায়ার সার্ভিস এর গাড়ীও এ সড়কে চলতে অনুপোযোগী হয়ে পরে।
তিনি আরও বলেন, মুলাদীর প্রান কেন্দ্র মুলাদী গ্রামের এ সড়কটির চার পাশের ভবন গুলোতে হাজার মানুষের বসবাস, রাস্তার মাঝে মাঝে বড় নড় খানা-খন্দ থাকায় বর্ষা এলেই হাটু পরিমানে পানি জমায় পায়ে হেটে যাওয়ার অবস্থাও থাকেনা।
এ সড়কে গাড়ী উল্টে অনেক দুর্ঘটা হয়েছে, যাতে করে অনেক মানুষ পঙ্গুত্ব বড়ন করেছে, সড়কটির টেন্ডার হলেও অদৃশ্য কারণে কাজ শুরু করছে ঠিকাদার প্রতিষ্ঠান। উক্ত সড়কে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বর্ষা মৌসুমে তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে অনেক কষ্ট হয়, অনেক ছেলে-মেয়ে মাঝ পথে এসে গর্তে পরে আবার বাসায় ফিরে যায়।
এছাড়াও, গর্ভবতি মহিলারা অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত চিকিৎসার জন্য আনতে হলে কাধে করে আনতে হয়। এলাকাবাসীর দাবী মুলাদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে দ্রুত আলাউদ্দিন হাওলাদার সড়কটির মেরামত করে হাজার হাজার মানুষের দুর্ভোগ দুর করবেন।