ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের অভিযোগ, পঞ্চগড়ে গ্রেপ্তার ৪ কালীগঞ্জে মামার বাড়িতে বেড়াতে এসে কাঁঠাল পাড়তে গিয়ে যুবকের মৃত্যু প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ‍্যমান কর্মতৎপরতা চাই -জাতীয় প্রেসক্লাবে ব্যারিস্টার নাজির গণধর্ষণ মামলার আসামী কাজী ফয়সাল আহমেদ মিথুন রাজধানীর ডেমরায় র‌্যাব কর্তৃক গ্রেফতার। বিএনপির কাউন্সিলে নির্বাচিত সভাপতিকে আওয়ামী লীগ দোষর আখ্যা দিয়ে নির্বাচন বাতিলের দাবী সুনামগঞ্জে জুলাই যোদ্ধাদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জরুরি সভা অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্রসহ আওয়ামীলীগ কর্মী গ্রেফতার জগন্নাথপুরে গ্রাহকের ১২ লাখ টাকা নিয়ে উধাও এনজিও উদ্দীপনের ম্যানেজার ভান্ডারিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর ঘরে ডাকাতি জগন্নাথপুরে বেপরোয়া পিকআপ-মোটরসাইকেল সংর্ঘষ, পল্লীবিদ্যুৎ কর্মচারীর নিহত।

ফাহিম বয়াতী হত্যাকাণ্ড: চার দিনেও মূল আসামিরা গ্রেফতার হয়নি, বাউফলে বিক্ষোভ-মিছিল

ফাহিম বয়াতী হত্যাকাণ্ড: চার দিনেও মূল আসামিরা গ্রেফতার হয়নি, বাউফলে বিক্ষোভ-মিছিল

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি 
বাউফলের এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতী (১৯) হত্যাকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত শাকিল ও সোহাগকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার (৫ জুলাই) নিহতের সহপাঠী ও এলাকাবাসীরা নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ মাঠে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে এবং অভিযুক্ত শাকিলকে ‘গাঁজাখোর’ বলে মন্তব্য করায় ফাহিমকে নির্মমভাবে হত্যা করা হয়। তারা জানান, ঘটনার পর চার দিন পেরিয়ে গেলেও আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। দ্রুত গ্রেফতার না হলে তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
গত মঙ্গলবার (১ জুলাই) বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ফাহিমকে কুপিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় ফাহিমের বাবা জাকির হোসেনকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের সময় এক অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, “ভুক্তভোগী ও অভিযুক্তরা সবাই বাউফলের হলেও ঘটনাস্থল দশমিনা থানার আওতাধীন হওয়ায় মামলাটি সেখানে দায়ের হয়েছে। আমরা দশমিনা থানাকে সর্বাত্মক সহযোগিতা করছি।”
দশমিনা থানার ওসি আবদুল আলীম যমুনা টেলিভিশনকে জানান, “মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামি—শাকিল ও সোহাগ—কে গ্রেফতারে অভিযান চলছে। খুব শিগগিরই তারা আইনের আওতায় আসবে।”
নিহতের পরিবার ও সহপাঠীদের দাবি, ফাহিমের পরিবার ও সহপাঠীরা আশঙ্কা করছেন, অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও প্রভাবের কারণে গ্রেফতার হচ্ছে না। দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের অভিযোগ, পঞ্চগড়ে গ্রেপ্তার ৪

ফাহিম বয়াতী হত্যাকাণ্ড: চার দিনেও মূল আসামিরা গ্রেফতার হয়নি, বাউফলে বিক্ষোভ-মিছিল

আপডেট সময় ০৪:৪০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি 
বাউফলের এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতী (১৯) হত্যাকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত শাকিল ও সোহাগকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার (৫ জুলাই) নিহতের সহপাঠী ও এলাকাবাসীরা নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ মাঠে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে এবং অভিযুক্ত শাকিলকে ‘গাঁজাখোর’ বলে মন্তব্য করায় ফাহিমকে নির্মমভাবে হত্যা করা হয়। তারা জানান, ঘটনার পর চার দিন পেরিয়ে গেলেও আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। দ্রুত গ্রেফতার না হলে তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
গত মঙ্গলবার (১ জুলাই) বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ফাহিমকে কুপিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় ফাহিমের বাবা জাকির হোসেনকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের সময় এক অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, “ভুক্তভোগী ও অভিযুক্তরা সবাই বাউফলের হলেও ঘটনাস্থল দশমিনা থানার আওতাধীন হওয়ায় মামলাটি সেখানে দায়ের হয়েছে। আমরা দশমিনা থানাকে সর্বাত্মক সহযোগিতা করছি।”
দশমিনা থানার ওসি আবদুল আলীম যমুনা টেলিভিশনকে জানান, “মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামি—শাকিল ও সোহাগ—কে গ্রেফতারে অভিযান চলছে। খুব শিগগিরই তারা আইনের আওতায় আসবে।”
নিহতের পরিবার ও সহপাঠীদের দাবি, ফাহিমের পরিবার ও সহপাঠীরা আশঙ্কা করছেন, অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও প্রভাবের কারণে গ্রেফতার হচ্ছে না। দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।