নিজস্ব প্রতিবেদক : অপহরণ মামলার আসামী শুভ খলিফা (২২) র্যাব-১০ কর্তৃক রাজধানীর লালবাগ হতে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।
গত ১৮/০৪/২০২৫ ইং তারিখ রাত অনুমান ২১.০০ ঘটিকার সময় ১০ম শ্রেণীতে অধ্যয়নরত ভিকটিম (১৩) বিশেষ কাজে বাড়ি হতে বের হলে বরিশাল জেলার বন্দর থানাধীন চন্দ্রমোহন এলাকায় আসামী মোঃ শুভ খলিফা (২২) অপরাপর আসামীগণের সহায়তায় ভিকটিমকে জোর পূর্বক অপহরণ করে মোটরসাইকেল যোগে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম এর মা বাদী হয়ে বরিশাল জেলার বন্দর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত অপহরণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০১/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২.১০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন ইবনে সিনা হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল জেলার বন্দর থানার মামলা নং- ১৩, তারিখ- ২৫/০৪/২০২৫ খ্রিঃ, ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সশোধনী- ২০২০) এর এজাহারনামীয় পলাতক আসামী মোঃ শুভ খলিফা (২২), পিতা- মোঃ নুর মোহাম্মদ খলিফা, সাং- চাটরা, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে এবং তার তথ্যমতে ভিকটিম (১৩)’কে উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামী ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।