মাসুম আহমদ : সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় আওয়ামী লীগ নেতা আলাল হোসেন রানা (৪০) কে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
মামলার এজাহার থেকে জানা যায়, সরকারি ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গত ২৩ জুন দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও গ্রামের আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা (৪০) এর নেতৃত্বে তার নিজ বাড়িতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
পরবর্তীতে এই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরই পরিপ্রেক্ষিতে আলাল হোসেন রানা (৪০) কে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ জনকে আসামি করে জগন্নাথপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ হামিদুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘সরকারিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও নিষেধাজ্ঞা অমান্য করায় পুলিশ বাদী হয়ে এই মামলাটি করা হয়েছে। এই কার্যক্রমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’