ঢাকা , রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বুড়িচংয়ে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

বুড়িচংয়ে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ -এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার বুড়িচংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগীতায় রোববার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। এর আগে, উপজেলা অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।

আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আফরিণা আক্তার, বুড়িচং থানার প্রতিনিধি এস আই নূরুল ইসলাম, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবির, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, আনসার বিডিবি অফিসার আজহার, বুড়িচং মডেল একাডেমীর সহকারী শিক্ষক দীপক কর্মকারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে  ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

আপডেট সময় ০১:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ -এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার বুড়িচংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগীতায় রোববার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। এর আগে, উপজেলা অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।

আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আফরিণা আক্তার, বুড়িচং থানার প্রতিনিধি এস আই নূরুল ইসলাম, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবির, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, আনসার বিডিবি অফিসার আজহার, বুড়িচং মডেল একাডেমীর সহকারী শিক্ষক দীপক কর্মকারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে  ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।